গ্রিস-ম্যাসিডোনিয়া সীমান্তে স্কুল খুললেন চারজন শরণার্থী!

রাজনীতি তাঁদের দেশছাড়া করেছে। শরণার্থী শিবিরই এখন অস্থায়ী ঠিকানা। কোনও মতে খাওয়াটুকু জোটে। তবু ছোট ছোট ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে, এ কি চোখে দেখা যায়! গ্রিস-ম্যাসিডোনিয়া সীমান্তে তাই স্কুল খুললেন চারজন শরণার্থী। বিনা পয়সার স্কুলে ছাত্রও অনেক জুটে গিয়েছে।

Updated By: Apr 18, 2016, 09:02 AM IST
গ্রিস-ম্যাসিডোনিয়া সীমান্তে স্কুল খুললেন চারজন শরণার্থী!

ওয়েব ডেস্ক: রাজনীতি তাঁদের দেশছাড়া করেছে। শরণার্থী শিবিরই এখন অস্থায়ী ঠিকানা। কোনও মতে খাওয়াটুকু জোটে। তবু ছোট ছোট ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে, এ কি চোখে দেখা যায়! গ্রিস-ম্যাসিডোনিয়া সীমান্তে তাই স্কুল খুললেন চারজন শরণার্থী। বিনা পয়সার স্কুলে ছাত্রও অনেক জুটে গিয়েছে।

জন্ম ফেব্রুয়ারিতে। কিন্তু সর্ব সাধারণের মাঝে এলো এপ্রিলে। এই চারটি সাইবেরিয়ান বাঘের বাচ্চাকে দর্শনার্থীদের সামনে নিয়ে এল চিনের  ফুজিয়ানা প্রদেশের নানপিং শহরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাঘ দেখতে এমনিতেই ভিড় হয়। বাঘের ছানা দেখতে ভিড় কয়েক গুণ বেড়ে গিয়েছে।

পারদ চল্লিস থেকে বিয়াল্লিস ডিগ্রি। এই গরমে মানুষই ক্লান্ত হয়ে পড়ছে, তো পশু পাখিরা তো হবেই। পশু পাখিদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ হায়দরাবাদের চিড়িয়াখানার কর্তৃপক্ষের। বিশেষ পদ্ধতিতে পশু প্রাণীদের স্বস্তি দিতে সব রকম ব্যবস্থাই করা হয়েছে চিড়িয়াখানায়।

.