মশাদের বিরাটাকার ঘূর্ণিঝড়, Video দেখে শিউড়ে উঠছে Social Media

মশাদের তাণ্ডব কমাতে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। জন সাধারণকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

Updated By: Feb 28, 2021, 11:55 AM IST
মশাদের বিরাটাকার ঘূর্ণিঝড়, Video দেখে শিউড়ে উঠছে Social Media

নিজস্ব প্রতিবেদন: মশার উপদ্রব বাড়ার আদর্শ সময় এখন। গ্রামেগঞ্জ, শহরতলিতে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার মুহূর্তে তাণ্ডব দেখায় মশা। সম্প্রতি আর্জেন্তিনার ৭৪ জেনারেল মাদারিয়াগা (General Madariaga) ও পিনামার ( Pinamar) রাস্তায় হঠাৎ ঘুর্ণিঝড় দেখা যায়। কিন্তু কোনও হাওয়া বইতে দেখা যায় না। কিন্তু এদিকে ঘূর্ণিঝড় ক্রমশ গতিবেগ বাড়িয়ে হাইোয়ে ধরে ছুটে আসতে থাকে। কাছে আসতেই বোঝা যায়, ঘূর্ণিঝড় নয় এটি মশাদের ঘূর্ণি। একঝাঁক মশা ঘূর্ণির আকার উড়ে বেড়াচ্ছে। 

হাইওয়েতে নিয়ে গাড়ি করে যাওয়ার সময় বিরল দৃশ্য ক্যামেরাবন্দী করেন  গাড়ির চালক। তিনি ভিডিওটি শেয়ার করার সময় জানান, ঘূর্ণিটা ক্রমশ বড় হয়ে উঠতে থাকে। এই বিরাটাকার মশার ঝাঁক দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। যেখানেই গড়ে উঠেছে মশাদের পীঠস্থান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শহরবাসীকে সচেতন করা হয়েছে।

 

তবে এখনই চিন্তার কোনও কারণ নেই। মশাদের তাণ্ডব কমাতে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। জন সাধারণকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।   

.