দক্ষিণ ভারত মহাসাগরে তীব্র ভূমিকম্প, এখনই সুনামির আশঙ্কা নয়

দক্ষিণ ভারত মহাসাগরে ভূমিকম্প। সমুদ্র তলে তীব্র কম্পন। সমুদ্র গর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে কম্পনের উৎস, জানিয়েছে USGS । উত্তর-পূর্ব হেরাল্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ-এই দুই দ্বীপে ভোরের দিকে কম্পন অনুভূত হয়। অস্ট্রেলিয়ার পার্থ থেকে হেরাল্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপের দুরত্ব প্রায় ১ হাজার কিলোমিটার।

Updated By: Dec 5, 2015, 11:10 AM IST
 দক্ষিণ ভারত মহাসাগরে তীব্র ভূমিকম্প, এখনই সুনামির আশঙ্কা নয়

ওয়েব ডেস্ক: দক্ষিণ ভারত মহাসাগরে ভূমিকম্প। সমুদ্র তলে তীব্র কম্পন। সমুদ্র গর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে কম্পনের উৎস, জানিয়েছে USGS । উত্তর-পূর্ব হেরাল্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ-এই দুই দ্বীপে ভোরের দিকে কম্পন অনুভূত হয়। অস্ট্রেলিয়ার পার্থ থেকে হেরাল্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপের দুরত্ব প্রায় ১ হাজার কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। তবে মার্কিন ভূতাত্ত্বিকদের মতে এখনও পর্যন্ত কোনও রকম প্রাকৃতিক বিপর্যয়, ভায়াবহ সুনামির মত কোনও আশঙ্কা নেই। এই একই মত অস্ট্রেলিয়ার ভূতাত্ত্বিকদের। তাঁদের মতে এখনই অস্ট্রেলিয়াতে সুনামি হওয়ার মত পরিস্থিতি হয়নি।

দক্ষিণ ভারত মহাসাগরের টেকনোটিক প্লেট ও সমুদ্র তটের উপরেখাই ভূমিকপম্পের উপকেন্দ্র, জানিয়েছে মার্কিন সংস্থা।  

.