ভূমিকম্পে ৮০ জনের মৃত্যু চিনে

শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান এবং গুইঝাউ প্রদেশে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও ইতিমধ্যে ২৫০ ছাড়িয়েছে।

Updated By: Sep 7, 2012, 11:32 PM IST

শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান এবং গুইঝাউ প্রদেশে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও ইতিমধ্যে ২৫০ ছাড়িয়েছে।  তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১১টা ২০ নাগাদ কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম চিনের ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭।
ওই কম্পনের পরে বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। এরফলে বিস্তীর্ণ এলাকায় ধস নামে। এবং প্রায় কুড়ি হাজার ঘরবাড়ি ধূলিস্মাত্‍ হয়ে যায়। এই ভূমিকম্পের ফলে বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন।

.