জলের ভেতর থেকে মাথা তুলে বেরিয়ে এল ৪০০ বছরের পুরনো চার্চ!
৪০০ বছরের পুরনো চার্চ জলের মধ্যে থেকে ভেসে উঠল দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে। ১৬০০ শতকে এই চার্চটা বানানো হয়েছিল। কিন্তু ইতিহাসবিদরা বলছেন, সেভাবে জনসমাগম এখানে কোনওদিনই হয়নি।
ওয়েব ডেস্ক: ৪০০ বছরের পুরনো চার্চ জলের মধ্যে থেকে ভেসে উঠল দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে। ১৬০০ শতকে এই চার্চটা বানানো হয়েছিল। কিন্তু ইতিহাসবিদরা বলছেন, সেভাবে জনসমাগম এখানে কোনওদিনই হয়নি।
তার উপর জলের একেবারে কাছে অবস্থিত হওয়ায় চার্চটি ডুবে যায়। কিন্তু এবার খরার কারণে জলস্তর ওই এলাকায় প্রায় ৮২ ফুট নেমে গিয়েছে। আর তার ফলেই এতদিন পর জল থেকে মাথা তুলে উঠেছে আস্ত এই চার্চটি। ইতিহাসবিদরা বলছেন, এর আগেও একবার ভেসে উঠেছিল ওই চার্চটি। কিন্তু সংরক্ষণের অভাবে সেটা ফের জলের তলায় চলে যায়। দার্ঘদিন বাদে আবার মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে এই চার্চটি। কিন্তু এবার কী হবে? আবার কি তলিয়ে যেতে হবে জলের তলায়! সময় উত্তর দেবে।