আফগানিস্তানে গাড়ি-বোমা বিস্ফোরণে মৃত ৪, আহত অন্তত ২০

এই হামলার ঘটনায় আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।

Updated By: Jul 27, 2019, 12:42 PM IST
আফগানিস্তানে গাড়ি-বোমা বিস্ফোরণে মৃত ৪, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন: শনিবার কাক-ভোর বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান! আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত ৪, আশঙ্কাজনক একাধিক জন।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ গজনি প্রদেশে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। এই আত্মঘাতী গাড়ি-বোমা হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন চার জন, গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন।

আরও পড়ুন: জন্মদিন! স্বামীর পাঠানো অ্যামাজন ডেলিভারি বক্স খুলতে গিয়ে চমকে উঠলেন স্ত্রী

আফগানিস্তানের টোলো নিউজ (TOLO news) সূত্রে খবর, জেলা পুলিসের সদর দফতরে হামলা চালানোর উদ্দেশ্যেই গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে এলাকায় ঢুকে পড়ে এক জঙ্গি। হামলার ঘটনায় আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। গোটা এলাকায় ঘিরে ফেলা হয়েছে। চলছে উদ্ধারের কাজ।

.