সৌদির মক্কা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৩৫, আহত ৪
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ সৌদি আরবে মক্কা যাওয়ার জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
নিজস্ব প্রতিবেদন: যাত্রীবোঝাই বাসের সঙ্গে একটি এক্সক্যাভেটার জাতিয় বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
সংবাদ সংস্থা এএফপিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ সৌদি আরবে মক্কা যাওয়ার জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় আর কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
35 foreigners dead as bus crashes with excavator in Saudi Arabia, reports AFP quoting state media pic.twitter.com/GovAtj4mR0
— ANI (@ANI) October 17, 2019
আরও পড়ুন: ডাকাতের বন্দুক হাতিয়ে তাই নিয়েই তাড়া করলেন মহিলা! দেখুন ভিডিয়ো...
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মক্কা ও মদিনার মধ্যে সংযোগকারী ওই জাতীয় সড়কে মিনার আল-আকাল সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে ছুটে আসা একটি এক্সক্যাভেটার জাতিয় বড় গাড়িতে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি। জানা গিয়েছে, ওই জাতীয় সড়কে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। সৌদির সংবাদমাধ্যম সূত্রে খবর, হজ করতে যাওয়া ৩৫-৪০ জন যাত্রীকে নিয়ে সন্ধ্যার অন্ধকারে কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে ওই বাসটি।