দুশো নয় তিনশো বছরের পুরনো সেই বৌদ্ধ সন্ন্যাসীর মমি‌!

Updated By: Sep 15, 2015, 09:14 PM IST

 

ওয়েব ডেস্ক: চলতি বছর জানুয়ারিতে বহু পুরনো এক বৌদ্ধ সন্ন্যাসীর মমির খোঁজ মিলেছিল মঙ্গোলিয়ায়। তখন আন্দাজ করা হয়েছিল সেই মমিটি দুশো বছেরের পুরনো। কিন্তু মমি বিষয়ক গবেষণারত এক ওয়েবসাইট সূত্রে খবর দুশো নয় সেই বৌদ্ধ সন্ন্যাসীর মমিটি তিনশো বছরের পুরনো।  

মমিতে দেখা গিয়েছিল বৌদ্ধ সন্ন্যাসীটি পদ্মাসনে বসে এখনও ধ্যান অবস্থায় রয়েছেন।

অপরিচিত এই বৌদ্ধ সন্ন্যাসী দীর্ঘদিন ধরে ধ্যানমগ্নে ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরকম ধ্যানমগ্ন অবস্থায় মমি হতে দেখা গিয়েছিল বুরিয়াত বৌদ্ধ লামা দাশি-দোরজহো ইতিজলভকে। দাশি লামা কী এই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে থেকে শিক্ষা নিয়েছিলেন? অপরিচিত বৌদ্ধ সন্ন্যাসী কী লামা দাশির গুরু?  এমন অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে অন্য বৌদ্ধ সন্ন্যাসীদের মনে।  

পৃথিবীতে খুব কম মানুষই সামাধিস্ত হতে পারেন এমন প্রমাণ আগেই পেয়েছি। অথবা  লোকমুখে অলৌকিক সাধনার কথা আমরা শুনেছি। কিন্তু সাধারণ মানুষের কাছে এই সাধনা ধরাছোঁয়ার বাইরে। আমাদের বিশ্বাস না হলেও এই অপরিচিত বৌদ্ধ সন্ন্যাসীর মমি কিন্তু ইতিহাসের সাক্ষী থেকে গেল এভাবেও পৃথিবী ছেড়ে চলে যাওয়া যায়।

.