উত্তর ইরাকে পাহাড়ে ৩০ হাজার মানুষকে বন্দি করল জঙ্গিরা
উত্তর ইরাকের সিন্জার পাহাড়ে সম্ভবত কুড়ি থেকে তিরিশ হাজার মানুষকে আটকে রেখেছে জঙ্গিরা। গতকাল এমনই আশঙ্কার কথা জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। অভিযোগ, ইরাকে মার্কিন হানা শুরু হতেই ঘরবাড়ি ছেড়ে সিন্জার পাহাড়ে আশ্রয় নেন ইয়েজিদি সম্প্রদায়ের মানুষ।
ইরাক: উত্তর ইরাকের সিন্জার পাহাড়ে সম্ভবত কুড়ি থেকে তিরিশ হাজার মানুষকে আটকে রেখেছে জঙ্গিরা। গতকাল এমনই আশঙ্কার কথা জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। অভিযোগ, ইরাকে মার্কিন হানা শুরু হতেই ঘরবাড়ি ছেড়ে সিন্জার পাহাড়ে আশ্রয় নেন ইয়েজিদি সম্প্রদায়ের মানুষ।
আর সেখানেই সম্ভবত তাদের আটকে রেখেছে জঙ্গিরা। খাবার নেই, জল নেই। নেই মাথা গোঁজার জায়গাও। এই পরিস্থিতিতে ওই কুড়ি তিরিশ হাজার মানুষকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে অন্য দেশগুলিকেও সহযোগিতার আহ্বান জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। আগামী সোমবারই ইরাকে গঠিত হতে চলেছে নতুন মন্ত্রিসভা। এই মুহূর্তে ইরাকে গৃহহীন প্রায় বারো লক্ষ মানুষ।