অমর একুশে
বরাবরের মতো শ্রদ্ধায়-স্মরণে বাংলাদেশে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। সোমবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার শহিদ মিনারে সালাম-বরকতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। বাহান্নর ভাষা আন্দোলনের স্মরণে গভীর রাতের শহিদ মিনার ভরে ওঠে লাখো মানুষের সমাগমে।
বরাবরের মতো শ্রদ্ধায়-স্মরণে বাংলাদেশে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। সোমবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার শহিদ মিনারে সালাম-বরকতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। বাহান্নর ভাষা আন্দোলনের স্মরণে গভীর রাতের শহিদ মিনার ভরে ওঠে লাখো মানুষের সমাগমে।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ১৯৫২ ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়, যার হাত ধরেই ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ২১ ফেব্রুয়ারি সব বাঙালির কাছে একইসঙ্গে শোক ও গর্বের দিন বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
১৯৫২ থেকে ২০১২। ৬০ বছর আগে ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনগুলি আজও দুই বাঙলার আপামর বাঙালির হৃদয়ে ঢেউ তোলে। সালাম, বরকত, রফিক, জব্বার - নামগুলি আজ নিজেরাই এক একটা ইতিহাস। সঙ্গে আরও কত নাম না জানা ভাষা শহিদের আত্মবলিদান। অমর একুশে তাঁদের শ্রদ্ধা জানানোর দিন।