ওয়াশিংটনে নিউজ চ্যানেলের কপ্টার দুর্ঘটনা, হত ফটোগ্রাফার সহ ২

ওয়াশিংটনের ডাউনটাউন সিটেলে কপ্টার দুর্ঘটনায় ২ জন নিহত হলেন। কেমো নিউজ নেটওয়ার্কের এই কপ্টারটি সংবাদসংগ্রহের কাজে বেরিয়েছিল। হঠাত্ই স্পেস নেডল সেন্টারের কাছে এসে কপ্টারটিতে বিস্ফোরণে ঘটে। তীব্র আওয়াজ শুনে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরই আগুন ছডি়য়ে পড়তে তাকে। ছুটে আসেন পুলিস কর্মীরা।

Updated By: Mar 19, 2014, 12:25 PM IST

নিচে দেখুন এই কপ্টার দুর্ঘটনার ভিডিও

ওয়াশিংটনের ডাউনটাউন সিটেলে কপ্টার দুর্ঘটনায় ২ জন নিহত হলেন। কেমো নিউজ নেটওয়ার্কের এই কপ্টারটি সংবাদসংগ্রহের কাজে বেরিয়েছিল। হঠাত্ই স্পেস নেডল সেন্টারের কাছে এসে কপ্টারটিতে বিস্ফোরণে ঘটে। তীব্র আওয়াজ শুনে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরই আগুন ছডি়য়ে পড়তে থাকে। ছুটে আসেন পুলিস কর্মীরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে বড় কোনও বিল্ডিংয়ের টাওয়ারে ধাক্কা লাগায় এই কপ্টার দুর্ঘটনা ঘটে।

পরে জানা যায় কেমো নিউজের এক ফোটগ্রাফার সহ কপ্টার দুর্ঘনায় দুজন নিহত হয়েছেন। কপ্টারে ৩৭ বছরের এক মহিলা যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত ওই ফটোগ্রাফারের নাম বিল স্ট্রোথম্যান।

.