জার্মানির কাছে হেরেও শেষ ১৬-এ ক্লিন্সম্যানের দল
মার্কিন যুক্তরাষ্ট্রকে এক-শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট রাউন্ডে উঠল জার্মানি। বিশ্বকাপে চতুর্থ গোলটি করে ফেললেন থমাস মুলার। অন্যদিকে হেরেও শেষ ষোলোয় খেলার টিকিট পেয়ে গেল মার্কিনরা। হারলেন জুর্গেন ক্লিন্সম্যান।
মার্কিন যুক্তরাষ্ট্রকে এক-শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট রাউন্ডে উঠল জার্মানি। বিশ্বকাপে চতুর্থ গোলটি করে ফেললেন থমাস মুলার। অন্যদিকে হেরেও শেষ ষোলোয় খেলার টিকিট পেয়ে গেল মার্কিনরা। হারলেন জুর্গেন ক্লিন্সম্যান।
মার্কিন বেঞ্চে বসে নিজের দেশকে হারাতে পারলেন না এক সময়ের তারকা ফুটবলার। স্ট্রাটেজির লড়াইয়ে ক্লিন্সম্যান্সকে টেক্কা দিলেন তাঁর এক সময়ের সহকারী জোয়াকিম লো। মার্কিনদের এক-শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেন জার্মানির জয়ের নায়ক সেই থমাস মুলার। রেসিফেতে তুমুল বৃষ্টির মধ্যে হওয়ার ম্যাচে অবশ্য বেশি গোলে জিততে পারল না জার্মানরা। লোয়ের দলকে অনেকটা সময় আটকে রাখলেন ডেম্পসিরা। সত্তর শতাংশ বল পজেশন নিয়ে এক গোলের বেশি করতে পারলেন না স্নোয়াইনস্টাইগার। পঞ্চান্ন মিনিটে মুলারের গোলটি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। ব্রাজিল বিশ্বকাপে চতুর্থ গোলটি হয়ে গেল মুলারের। পোডলস্কি, ক্লোসে, গোটজে অনেকটা সময় খেলালেন লো। শেষ ম্যাচে ঘানার ফরওয়ার্ডরা চাপে ফেলে দিয়েছিলেন বোয়েতাংদের। এই ম্যাচে অবশ্য ডেম্পসিদের সফল ভাবে সামলালেন হামেলস, হাওয়াডেসরা।