আজ গ্রুপ অফ ডেথের হাই ভোল্টেজ ম্যাচে রুনি-বালোতেলি দ্বৈরথ

শনিবার রাতে গ্রুপ অফ ডেথের ম্যাচে মহারণ। মানাউসের মাঠে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি। রয় হজসনের তরুণ ব্রিগেডের লড়াই সিজার প্রানদেলির দলের বিরুদ্ধে। স্টুরিজ, স্টালিংয়ে সামনের বুঁফো, বালোতেলি। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে তিনটেতে। মানাউসের মাঠ ঘিরে বিতর্কের মধ্যেই রবিবার ভোর রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি।

Updated By: Jun 14, 2014, 02:44 PM IST

শনিবার রাতে গ্রুপ অফ ডেথের ম্যাচে মহারণ। মানাউসের মাঠে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি। রয় হজসনের তরুণ ব্রিগেডের লড়াই সিজার প্রানদেলির দলের বিরুদ্ধে। স্টুরিজ, স্টালিংয়ে সামনের বুঁফো, বালোতেলি। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে তিনটেতে। মানাউসের মাঠ ঘিরে বিতর্কের মধ্যেই রবিবার ভোর রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি।

বিশ্বকাপের আগে মানাউসের গরম আবহাওয়া নিয়ে বেশি আলোচনা হয়েছিল। তবে সব ভুলে আপাতত গ্রুপ অফ ডেথের দুই শক্তিশালী দলের লড়াইয়ে দেখার জন্য মুখিয়ে ফুটবল বিশ্ব। বিশ্বকাপে বরাবরই স্লো স্টাটার হিসেবে পরিচিত আজুরি ব্রিগেড। অন্যদিকে কঠিন গ্রুপে শুরুতেই পয়েন্ট তুলতে মরিয়া হজসন ব্রিগেড। চার-তিন-তিন ছকে তিন স্ট্রাইকার নামাচ্ছেন ইংল্যান্ডের কোচ। স্টুরিজ, রুনির সঙ্গে শুরু করবেন স্টার্লিং। মাঠমাঠে দলের ভরসা জেরার্ড, হেন্ডারসনরা। বালোতেলিদের সামনে রক্ষণ সামলাবেন কাহিল, জাগিয়েলকা, জনসন, বেন্সরা। গোলে জো হার্ট। চোট সারিয়ে অনেকটা ফিট হয়ে উঠেছেন ড্যানি ওয়েলব্যাক। অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণরাই ভরসা কোচ রয় হজসনের। অন্যদিকে ইতালির দলে বড় কোনও পরিবর্তন হচ্ছে না।চোটের জন্য প্রথম ম্যাচে নেই ডি সিগলিও গোলে অধিনায়ক বুফোঁ, রক্ষণে আবাতে, বারজাগ্লি, বনুচি ও কিওলিনি। মাঝমাঠে ডি রসি, পিরলো, বেরাত্তা, মার্কিসিও ও কান্দ্রেভা। ফরওয়ার্ডে থাকছেন বালোতেলি। প্রানদেলির দলে বড় কোনও চমক নেই। তবে সুপার ম্যারিওর পরিবর্ত হিসেবে তৈরি রাখা হচ্ছে ইম্বোবাইলকে। শেষ মরশুমে ক্লাব ফুটবলে সিরিয়াতে সর্বোচ্চ গোলদাতা এই ফরওয়ার্ড। মানাউসের মাঠে তাই দুই প্রাক্তন বিশ্বকাপজয়ী দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

.