সাত গোলের শোকের মধ্যেই শনিবারের তৃতীয় স্থানের লড়াইয়ে কমলা ঝড়ের মুখোমুখি টিম স্কোলারি

জার্মানির কাছে সাত গোল খাওয়ার জের। শনিবার তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচের পরই চাকরি যেতে পারে ব্রাজিলিয়ান কোচ লুই ফিলিপ স্কোলারির। বিগ ফিল অবশ্য নিজের ভবিষ্যত নিয়ে মুখে কুলুপ এটেছেন। অন্যদিকে স্কোলারির কড়া সমালোচনা করেছেন স্বয়ং নেইমারের এজেন্ট রিবেইরো।

Updated By: Jul 11, 2014, 12:31 PM IST

জার্মানির কাছে সাত গোল খাওয়ার জের। শনিবার তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচের পরই চাকরি যেতে পারে ব্রাজিলিয়ান কোচ লুই ফিলিপ স্কোলারির। বিগ ফিল অবশ্য নিজের ভবিষ্যত নিয়ে মুখে কুলুপ এটেছেন। অন্যদিকে স্কোলারির কড়া সমালোচনা করেছেন স্বয়ং নেইমারের এজেন্ট রিবেইরো।

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল খাওয়ার ধাক্কা। দেশ জুড়ে ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কোলারিকে নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। অবস্থা এমনই শনিবার রাতের ম্যাচই ব্রাজিলের কোচ হিসেবে শেষ ম্যাচ হতে পারে বিগ ফিলের। বিশ্বকাপের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে স্কোলারি ও কোচিং স্টাফেদের। তারপরই স্কোলারির সঙ্গে বৈঠকে বসবেন কর্তারা।

সাত গোল খাওয়ার পর দলের হেড কোচ হিসেবে থেকে যাবেন স্কোলারি এমনটা মনে করছেন না কেউই। শনিবারের ম্যাচে নামার আগেএখনও সাত গোলের ময়নাতদন্ত চলছে। দুঃস্বপ্নের ম্যাচটা ভুলতে পারছেন না দলের হেড স্যার। ছ মিনিটে চার গোল খাওয়াকে বিপর্যয় হিসেবে দেখছেন স্কোলারি। তবে ব্রাজিলের কোচের কড়া সমালোচনা করে তার ওপর চাপ বাড়িয়েছেন নেইমারের এজেন্ট রিবেইরো। টুইটারের মাধ্যমে স্কোলারিকে উন্নাসিক ও সব জান্তা বলেছেন নেইমারের এজেন্ট। দুহাজার দুই সালের বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করা ছাড়া কোচিং কেরিয়ারে আর কোনও সাফল্য নেই স্কোলারির।

.