চোট সারিয়ে মাঠে ফেরার সবুজ সংকেত নেইমারের

অনেক জল্পনার পর কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবেন নেইমার। চোটের জন্য মনে করা হচ্ছিল শেষ আটের ম্যাচে খেলতে পারবেন না তিনি। কিন্তু ডাক্তারদের সবুজ সংকেত পেয়ে মাঠে নামতে প্রস্তুত নেইমার। চিলির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।

Updated By: Jul 2, 2014, 02:21 PM IST

অনেক জল্পনার পর কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবেন নেইমার। চোটের জন্য মনে করা হচ্ছিল শেষ আটের ম্যাচে খেলতে পারবেন না তিনি। কিন্তু ডাক্তারদের সবুজ সংকেত পেয়ে মাঠে নামতে প্রস্তুত নেইমার। চিলির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।

তিনি ফিট। কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে দেখা যাবে নেইমারকে। জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কমিউনিকেশন জিরেক্টর রড্রিগো পাইভা। চোটের জন্য অনুশীলনে খুব কম দেখা গেলেও কলম্বিয়ার বিরুদ্ধে নেইমার খেলবেন বলে জানিয়েছেন পাইভা। প্রি-কোয়ার্টার ফাইনালে চিলির বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পান ব্রাজিলীয় তারকা। সেই ম্যাচে বাঁ পায়ের থাইয়েও চোট পান। তারপর মনে করা হচ্ছিল কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না নেইমার। কিন্তু দলের চিকিত্সকরা পরীক্ষা করে দেখেছেন নেইমারের চোট সাংঘাতিক নয়। যার ফলে কয়েকদিনের বিশ্রামের পরে তিনি খেলতে পারবেন বলে দাবি দলের চিকিত্সকদের।

চোটের জন্য অনুশীলনে আপাতত নামছেন না নেইমার। স্যান্টসে রয়েছেন নিজের বাড়িতে। সেখানে সারা রাত থাইয়ে থার্মাল ব্যাগ জড়িয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেকে তৈরি করছেন। তারই সঙ্গে নিজস্ব ফিজিওর সঙ্গে চলছে ফিজিওথেরাপি। কোয়ার্টার ফাইনালে নামতে নিজেও উদগ্রীব হয়ে রয়েছেন নেইমার। তাঁকে উজ্জীবিত করে গিয়েছেন বড় রোনাল্ডো। ইনস্টাগ্রামে নেইমার জানিয়েছেন চিলি ম্যাচের পর রোনাল্ডোর সঙ্গে দেখা হয়েছিল তাঁর। বিশ্বকাপের বাকি ম্যাচের জন্য রোনাল্ডো তাঁকে বাড়তি মোটিভেট করেছেন বলে জানিয়েছেন নেইমার।

.