ব্রাজিলকে বিশ্বকাপের শেষ আটে টিকিয়ে রাখল গোলকিপার আর গোলপোস্ট
চিলিকে ট্রাইবেকারে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। টাইব্রেকারে তিন-দুই গোলে চিলিকে হারান নেইমাররা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও খেলার ফল ছিল এক-এক। পরের শুক্রবার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। রক্তচাপ বাড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছল ব্রাজিল।
চিলিকে ট্রাইবেকারে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। টাইব্রেকারে তিন-দুই গোলে চিলিকে হারান নেইমাররা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও খেলার ফল ছিল এক-এক। পরের শুক্রবার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। রক্তচাপ বাড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছল ব্রাজিল।
হাড্ডাহাড্ডি ম্যাচে টাইব্রেকারে তিন-দুই গোলে চিলিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল লুই ফিলিপ স্কোলারির দল। টাইব্রেকারে দুটো সেভ করে ম্যাচের নায়ক ব্রাজিল গোলকিপার জুলিও সিজার। টাইব্রেকারের পঞ্চম শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। চিলির গঞ্জালো জারার শট পোস্টে লেগে ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বেলো হরিজোন্তের স্টেডিয়াম। দুঘণ্টার বেশি সময় ধরে চাপা টেনসনের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রাজিল সমর্থকরা।
দক্ষিণ আফ্রিকায় চিলিকে তিন-শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। মনে করা হয়েছিল ঘরের মাঠেও সহজেই চিলিকে টেক্কা দেবেন নেইমার-রা। কিন্তু শনিবার রাতে ঘটল ঠিক তাঁর উল্টো। যদিও খেলার শুরুতে লিড নিয়ে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। নেইমারের কর্নার থেকে গোল করে যান ডেভিড লুইজ। যদিও বিরতির আগে ব্রাজিল ডিফেন্সের ভুল থেকে চিলিকে সমতায় ফেরান বার্সেলোনার তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস স্যাঞ্চেস। মাঝমাঠে অস্কারদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দেন ভিদালরা। নেইমারকে জোনাল মার্কিংয়ে রাখায় কিছুতেই গোলমুখ খুলতে পারছিল না ব্রাজিল। দ্বিতীয়ার্ধে হ্যান্ডবলের কারণে হাল্কের একটি গোল বাতিল করে দেন রেফারি। নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচের ফল না হাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে চিলির পিনিল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। সেখানেও ডেডলক না ভাঙায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে চিলির প্রথম দুটো শট বাঁচিয়ে ব্রাজিলকে অ্যাডভান্টেজ এনে দেন গোলকিপার জুলিও সিজার। ব্রাজিলের হয়ে উইলিয়ান আর হাল্ক গোল করতে ব্যর্থ হলেও ,চাপের মুখে নেইমারের গোল ব্রাজিলের কোয়ার্টারে ওঠার পথ প্রশস্থ করে দেয়। শেষ শট জারা মিস করতেই টানা ছয়বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।