বাজেট ২০১৭ : স্বাধীন ভারতে প্রথম সংযুক্ত রেল বাজেট একনজরে

এবারই প্রথম কোনও পৃথক রেল বাজেট পেশ করছে না সরকার। স্বাধীন ভারতে এটাই প্রথম সংযুক্ত রেল বাজেট। ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একনজরে ২০১৭ রেল বাজেট-

Updated By: Feb 1, 2017, 12:42 PM IST
বাজেট ২০১৭ : স্বাধীন ভারতে প্রথম সংযুক্ত রেল বাজেট একনজরে

ওয়েব ডেস্ক : এবারই প্রথম কোনও পৃথক রেল বাজেট পেশ করছে না সরকার। স্বাধীন ভারতে এটাই প্রথম সংযুক্ত রেল বাজেট। ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একনজরে ২০১৭ রেল বাজেট-

* বরাদ্দ ১ লাখ ৩১ হাজার কোটি। এরমধ্যে ৫৫ হাজার কোটি টাকা দেবে অর্থমন্ত্রক।

* যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিষেবায় জোর। আগামী ৫ বছরের মধ্যে তৈরি করা ১০ লাখ কোটির একটি আলাদা তহবিল।  

* ২০২০ সালের মধ্যে প্রহরীবিহীন ক্রসিং তুলে দেওয়া হবে।

* ৭ হাজার স্টেশনে সৌর বিদ্যুত্।

* রেল লাইনের সম্প্রসারণ ঘটানো হবে। তৈরি করা হবে ৫০০ কিমি নতুন রেলপথ।

* ১৭টি রেল প্রকল্পে আলাদা নজর দেওয়া হবে। রেলের উন্নতিতে জোর দেওয়া হবে PPP মডেলে।

* ২০১৯ সালের মধ্যে রেলের সব কোচে থাকবে বায়ো-টয়লেট।

* ৫০০টি স্টেশনে শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের জন্য তৈরি করা হবে লিফট ও চলমান সিঁড়ি সহ বিশেষ ব্যবস্থা।

* কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মেট্রো রেলে নতুন পলিসি।

* IRCTC-র মাধ্যমে ই-টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ তুলে নেওয়া হবে।

আরও পড়ুন, Live Update : সংসদে পেশ করা হচ্ছে বাজেট-২০১৭

.