আপৎকালীন Covid পরিস্থিতিতে খাবার ডেলিভারি করবে Zomato,অপব্যবহার করা যাবে না
এলাকায় যে ‘fastest rider’, সেই পৌঁছে দেবে খাবার। এর জন্য প্রয়োজন হবে না অতিরিক্ত খরচের।
নিজস্ব প্রতিবেদন: জরুরিকালীন Covid পরিস্থিতিতে খাবার সরবারহ করবে Zomato। Apple iPhone এবং Android phone-এ নতুন করে সংযোজন করা হয়েছে নতুন ফিচার। যেখানে খাবার অর্ডার দেওয়ার সময় যদি COVID-19 emergency-তে যদি ক্লিক করেন তাহলে খাবার যত দ্রুত সম্ভব পৌঁছে যাবে।
এই অর্ডার হবে সংযোগহীন। খাবার আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। কিন্তু ডেলিভারি বয়ের সঙ্গে সাক্ষাৎ হবে না। এটা শুধুমাত্র এমার্জেন্সি ওর্ডারের ক্ষেত্রেই হবে। এলাকায় যে ‘fastest rider’, সেই পৌঁছে দেবে খাবার। এর জন্য প্রয়োজন হবে না অতিরিক্ত খরচের।
তবে জোম্যাটো থেকে বারবার জানান হচ্ছে, কেউ যেন এই সুবিধার অপব্যবহার না করে। এটা শুধুমাত্র COVID-19 emergency-র ক্ষেত্রে ব্যবহার করাই সততার পরিচয় হবে। এর জন্য জোম্যাটো রেস্তোরাঁগুলোর সঙ্গে জোট বেঁধেছে।