তৃণমূলের ২ কর্মীকে টাকার টোপ, বাধা দেওয়ায় প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ BJPর বিরুদ্ধে
ফর্মে প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ ছিল।
নিজস্ব প্রতিবেদন: ভোটপ্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল। আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে। জানা গিয়েছে, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের অভিযোগ, প্রচারে বেরিয়ে তিনি দেখেন, তৃণমূলের দুই কর্মী স্থানীয়দের প্রত্যেককে একটি ফর্ম পূরণ করাচ্ছিলেন। ফর্মে প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ ছিল।
আরও পড়ুন: মত্ত চালকের হাতে পুরসভার গাড়ি, মর্মান্তিক ঘটনা মহেশতলায়
তিনি ঘটনার প্রতিবাদ করেন এবং পুলিসেও খবর দেন। তখন ওই যুবকরা আরও তৃণমূল কর্মীদের ঘটনাস্থলে ফোন করে ডেকে আনলে দু-পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। গৌরীশঙ্করকে মারধর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। খবর পেয়ে পুলিস গিয়ে দুপক্ষেরই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। কিন্তু গৌরীশঙ্করের অভিযোগ, পুলিস কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মীদের ছেড়ে দিয়েছিল। জিয়াগঞ্জ থানায় এরপর হাজিরা দেন তিনি।