ATM ব্যবহারে সাবধান! মেশিনের কীপ্যাডে থাকতে পারে ভয়ঙ্কর জীবানু
এখন ATM পরিষেবা ব্যবহার করেন না, এমন ব্যক্তি খুবই কম রয়েছে। টাকা লেনদেনের সহজতম পদ্ধতি এই ATM পরিষেবা। কিন্তু এবার ATM-কে কেন্দ্র করেও পাওয়া গেল ভয়ঙ্কর তথ্য। কী সেই তথ্য?
ওয়েব ডেস্ক: এখন ATM পরিষেবা ব্যবহার করেন না, এমন ব্যক্তি খুবই কম রয়েছে। টাকা লেনদেনের সহজতম পদ্ধতি এই ATM পরিষেবা। কিন্তু এবার ATM-কে কেন্দ্র করেও পাওয়া গেল ভয়ঙ্কর তথ্য। কী সেই তথ্য?
পরবর্তীকালে ATM পরিষেবা ব্যবহার করার আগে সাবধান। যে মেশিন থেকে আপনি টাকা বের করছেন, সেই মেশিনে ভর্তি রয়েছে জীবানু! ATM মেশিনের কীপ্যাডে রয়েছে এমন এক ধরণের জীবানু, যা থেকে ‘সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিসিস’ বা যৌনবাহিত রোগ হতে পারে। গবেষকেরা জানিয়েছেন, যেহেতু ATM মেশিনে বহু মানুষের হাত পড়ে, তাই সেই সমস্ত হাত থেকে বিভিন্ন ধরণের জীবানু ছড়িয়ে পড়ে। এছাড়া বাতাসেও বিভিন্ন ধরণের জীবানু থাকে। দুই মিলিয়ে ATM মেশিনে প্রচুর জীবানু থাকে। এবং ATM মেশিনের মাধ্যমে এই জীবানু এক ব্যক্তির হাত থেকে অন্য ব্যক্তির হাতে ছড়িয়ে পড়ে।