যেকোনও জায়গা থেকে আপনার মেল অ্যাকাউন্ট লগ আউট করুন এভাবে!
অফিস, সাইবার ক্যাফে বা বন্ধুর বাড়িতে দরকারে নিজের জিমেইল অ্যাকাউন্টটা খুলে কাজকর্ম করেছেন। কিন্তু তারপর লগ-আউট করতে ভুলে গেছেন। এদিকে সেটা পাবলিক কম্পিউটার। যে কেউ ওই কম্পিউটারে বসে আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারে! চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য। তাহলে উপায়? উপায় আছে।
ওয়েব ডেস্ক : অফিস, সাইবার ক্যাফে বা বন্ধুর বাড়িতে দরকারে নিজের জিমেইল অ্যাকাউন্টটা খুলে কাজকর্ম করেছেন। কিন্তু তারপর লগ-আউট করতে ভুলে গেছেন। এদিকে সেটা পাবলিক কম্পিউটার। যে কেউ ওই কম্পিউটারে বসে আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারে! চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য। তাহলে উপায়? উপায় আছে।
জিমেইল সিকিউরিটি বলছে, এখন আপনি যেকোনও জায়গা থেকেই আপনার অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন। কীভাবে?
১) মেল ইনবক্সের নীচে ডানদিকের কোণায় থাকে 'লাস্ট অ্যাকাউন্ট অ্যাকটিভিটি'।
২) এর ঠিক নীচেই থাকে 'ডিটেলস' বাটনটি।
৩) এবার এই 'ডিটেলস' বাটনে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো আসবে।
৪) এবার সেখানে ক্লিক করুন 'সাইন আউট অফ অল আদার সেশনস' বাটন-এ।
৫) ব্যস! আপনার কাজ শেষ। আরও পড়ুন, তাহলে কি আবার ফিরছে টোরেন্ট?