একাধিক দুর্দান্ত ফিচার-সহ আজ লঞ্চ হল Mi 10 ও Mi 10 Pro!

দেখে নিন নতুন এই ফোন দুটির সম্ভাব্য দাম আর স্পেফিকেশন...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 13, 2020, 11:46 AM IST
একাধিক দুর্দান্ত ফিচার-সহ আজ লঞ্চ হল Mi 10 ও Mi 10 Pro!

নিজেস্ব প্রতিবেদন: আর দেরি নয়। গত বছরই Xiaomi জনিয়েছিল ২০২০ সালেই লঞ্চ হবে Mi 10 সিরিজ। আর সেই মতোই Xaiomi ১৩ ফেব্রুয়ারিতেই লঞ্চ করছে তাদের নতুন প্রোডাক্ট Mi10 ও Mi 10 Pro। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ থেকে শুরু হয়েছে Mi 10 ও Mi 10 Pro-এর লঞ্চের অনুষ্ঠান। দেখে নিন নতুন এই ফোন দুটির সম্ভাব্য দাম আর স্পেফিকেশন...

Mi 10, Mi 10 Pro দাম আর স্পেফিকেশন:

১) এই ফোনে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই একটি ১৬ মেগাপিক্সেল, একটি ১২ মেগাপিক্সেল সেন্সর ও একটি ৫ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা।

২) Mi 10 Pro-এ একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে।

৩) ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেটের সঙ্গেই থাকতে পারে ১৬ জিবি RAM ও 66W ফাস্ট চার্জ সাপোর্ট।

৪) Xiaomi-এর প্রধান লেই জুন জানিয়েছেন LPDDR5 RAM-সহ লঞ্চ হবে Mi 10। এই প্রথম LPDDR5 RAM সহ কোন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। এর ফলে ডেটা ব্যবহারের গতিও বাড়বে ৫০ শতাংশ।

আরও পড়ুন: Realme C3-কে টেক্কা দিতে Xiaomi-র সস্তার স্মার্টফোন Redmi 8A Dual!

৫)  Mi 10 Pro-তে একটি ৫,২৫০ mAh ব্যবহার করতে পারে Xiaomi।

৬) Mi 10 সিরিজের দু’টি ফোনের ডিসপ্লেতেই হোল-পাঞ্চ ডিজাইনও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

৭) ভারতে Mi 10-এর দাম হতে পারে ৩৬,৯৯৯ আর Mi 10 Pro-এর দাম হতে পারে ৩৩,৯৯০।

.