২০১৯-এর পর থেকে এই ফোনগুলিতে আর চলবে না WhatsApp!

ইতিমধ্যে এই সমস্ত হ্যান্ডসেটের একটি তালিকা প্রকাশ করেছে সংস্থা।

Updated By: May 9, 2019, 02:27 PM IST
২০১৯-এর পর থেকে এই ফোনগুলিতে আর চলবে না WhatsApp!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে বেশ কিছু স্মার্টফোনে অচল হয়ে যাবে WhatsApp। ইতিমধ্যে এই সমস্ত হ্যান্ডসেটের একটি তালিকা প্রকাশ করেছে সংস্থা।

Gadgets 360-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ১ জানুয়ারি থেকেই সমস্ত Windows স্মার্টফোনে WhatsApp পরিষেবা বন্ধ হয়ে যাবে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে ওই সব ফোনে শুধু WhatsApp-এর আপডেট নেওয়াই বন্ধ হচ্ছে না, একেবারেই অচল হয়ে যাবে WhatsApp মেসেজিং অ্যাপ।

সম্প্রতি Windows অপারেটিং সিস্টেম নির্ভর গেজেটগুলিতে সাপোর্ট বন্ধ করে দিয়েছে Microsoft। এ বার ওই একই পথে হেঁটে Windows-এর সমস্ত স্মার্টফোনে মেসেজিং পরিষেবা বন্ধ করছে WhatsApp। জানা গিয়েছে, জুন মাসে Windows স্মার্টফোনে নিজেদের শেষ সফ্টওয়্যার আপডেট দেবে WhatsApp।

আরও পড়ুন: আকর্ষণীয় দামে ভারতে লঞ্চের অপেক্ষায় Honor 20 Lite!

তবে শুধুমাত্র Windows অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোনগুলিতেই নয়, Android-এর পুরনো ভার্সানের ফোনেও আর মিলবে না WhatsApp পরিষেবা। জানা গিয়েছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে Android-এর v2.3.7 বা তার পুরনো ভার্সানে আর কাজ করবে না WhatsApp!

.