WhatsApp: হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা? এক ফিচারে করুন সমাধান
শীঘ্রই হয়ত সমস্যা মিটতে চলেছে।
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি বড়সড় সমস্যার মধ্যে পড়েছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিশ্বজুড়ে অকেজ হয়ে গিয়েছিল মেসেজিং অ্যাপটি। সমস্যা সমাধানে একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যে প্রযুক্তির সাহায্যে ইউজাররা তাঁদের ব্যাকআপের সাইজ মনিটর করতে পারবেন এবং তা প্রয়োজন মতো তা ম্যানেজও করতে পারবেন।
স্টোরেজ নিয়ে বহুদিন ধরেই একটা সমস্যার সম্মুখিন হতে হচ্ছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের। স্টোরেজ ভরে যাওয়ার কারণে ছবি, ভিডিও এমনকী অনেক গুরুত্বপূর্ণ তথ্যও মুছে ফেলতে হোত তাঁদের। শীঘ্রই হয়ত সেই সমস্যা মিটতে চলেছে।
আরও পড়ুন: Maruti Suzuki: SUV-র বাজারে চমক, বাজারে আসছে মারুতির চার নতুন গাড়ি
আরও পড়ুন: Twitter: নতুন ফিচার Soft Block,তালিকা থেকে ফলোয়ার সরান ব্লক না করেই
জানা গিয়েছে. ফিচার লিকার WABetaInfo হোয়াটসঅ্যাপ (WhatsApp) -এর এই নয়া ফিচারটি সামনে এনেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হোয়াটসঅ্যাপের 2.21.21.7 বেটা ভারসনে এটি দেখা যেতে পারে।