জিও-র থেকে কম খরচে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং অফার ভোডাফোনের

Updated By: Jul 31, 2017, 07:22 PM IST
জিও-র থেকে কম খরচে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং অফার ভোডাফোনের

ওয়েব ডেস্ক: সামার সারপ্রাইজ অফার শেষ হয়ে গেলেই জিও গ্রাহকদের নতুন রিচার্জ করতে হবে। এতদিন জিও গ্রাহকেরা প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাচ্ছিলেন ৩০৩ টাকায়। এবার সেই টাকার অঙ্কটা বদলে হতে চলেছে ৩৯৯ টাকায়। এই পরিমান টাকা দিয়ে রিচার্জ করলেই আপনি রোজ ১ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। কিন্তু এবার জিওকে টেক্কা দিতে জিও –র থেকে কম খরচে একই পরিষেবা নিয়ে এল ভোডাফোন । তবে এই অফার পাবেন শুধুমাত্র ছাত্রছাত্রীরাই।

ভোডাফোনের নতুন অফারে মাত্র ৩৫২ টাকা দিয়ে রিচার্জ করলেই প্রত্যেকদিন ১ জিবি করে ৩জি-৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এই অফারের বৈধতা ৮৪ দিন। তবে বর্তমানে এই পরিষেবা দিল্লি-এনসিআর অঞ্চলের মানুষেরা পাবেন। পরবর্তীকালে এই পরিষেবা দেশের অন্যান্য অঞ্চলের মানুষেরাও পেতে চলেছেন। খবর এমনটাই।

জানুন কীভাবে গ্রাহকেরা কোম্পানির ওয়েবসাইট থেকেই জিও ফোনের আপডেট পাবেন

.