২,৫০০ মার্কিন ডলারে নব্বই দশকের অ্যাপল ওয়াচ বেচছে ই বে

পৃথিবীতে অ্যাপল ওয়াচের জন্মের অনেক আগে থেকেই ছিল অ্যাপল ওয়াচ। তাও আবার ৯০ দশকে। সত্যিই কি অ্যাপল ফ্যাশন ৯০ দশকে কল্পনা করা যায়? না করা গেলেও ৯০-এর দশকে সত্যিই ছিল অ্যাপল ওয়াচ।

Updated By: Apr 15, 2015, 11:40 PM IST
২,৫০০ মার্কিন ডলারে নব্বই দশকের অ্যাপল ওয়াচ বেচছে ই বে

ওয়েব ডেস্ক: পৃথিবীতে অ্যাপল ওয়াচের জন্মের অনেক আগে থেকেই ছিল অ্যাপল ওয়াচ। তাও আবার ৯০ দশকে। সত্যিই কি অ্যাপল ফ্যাশন ৯০ দশকে কল্পনা করা যায়? না করা গেলেও ৯০-এর দশকে সত্যিই ছিল অ্যাপল ওয়াচ।

তবে সেই অ্যাপল ওয়াচ কাজ করতো না আইফোনের, দেখাতো না কোনও টেক্সট মেসেজ। হাতের কব্জিতে থেকে শুধুই ঘড়ির কাজ করতো সেই অ্যাপল ওয়াচ। ই বে(eBay)তে এখন পাওয়া যাচ্ছে ৯০ দশকের সেই অ্যাপল ওয়াচ। আধুনিক অ্যাপল ওয়াচের মতো মাত্র ৩৫০ মার্কিন ডলার(অ্যাপল ওয়াচের সর্বনিম্ন দাম)। রেট্রো অ্যাপল ওয়াচের দাম ২,৪৯৯.৯৯ মার্কিন ডলার। তবে ভিনটেজ অ্যাপল ওয়াচ কিনতে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা। এত দাম দিয়ে ঘড়ি কেনার থেকে ১০,০০০ মাকিন ডলারের বিনিময়ে সোনার আধুনিক অ্যাপল ওয়াচ কেনাই শ্রেয় মনে করছেন তারা।

 

 

.