সেকি! হোয়াটস অ্যাপের নতুন এই দুর্দান্ত ফিচার্সটা এখনও দেখেননি!

আপনি যদি প্রযুক্তিপ্রিয় মানুষ হন, আর আপনার আঙ্গুলের ডগায় যদি সারাক্ষণ প্রযুক্তি থাকে, তাহলে আপনার জন্য দারুন একটা খবর। এমনিতেই হোয়াটস অ্যাপ সারাক্ষণ নতুন নতুন ফিচার্স যোগ করে থাকে। এবার আরও একটি দুর্দান্ত ফিচার্স নিয়ে এল হোয়াটস অ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার্স ব্যবহার করতে পারবেন।

Updated By: Nov 8, 2016, 02:03 PM IST
সেকি! হোয়াটস অ্যাপের নতুন এই দুর্দান্ত ফিচার্সটা এখনও দেখেননি!

ওয়েব ডেস্ক: আপনি যদি প্রযুক্তিপ্রিয় মানুষ হন, আর আপনার আঙ্গুলের ডগায় যদি সারাক্ষণ প্রযুক্তি থাকে, তাহলে আপনার জন্য দারুন একটা খবর। এমনিতেই হোয়াটস অ্যাপ সারাক্ষণ নতুন নতুন ফিচার্স যোগ করে থাকে। এবার আরও একটি দুর্দান্ত ফিচার্স নিয়ে এল হোয়াটস অ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার্স ব্যবহার করতে পারবেন।

হোয়াটস অ্যাপ টিজার। হ্যাঁ, এই ফিচার্সটিই নতুন সংযোজন করেছে হোয়াটস অ্যাপ। কিন্তু কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপটি?

১) https://play.google.com/apps/testing/com.whatsapp/ -এই লিঙ্কে ক্লিক করুন।

২) এবার “BECOME A TESTER” বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

৩) এবার হোয়াটস অ্যাপ নিজে থেকেই আপনার ডিভাইসটিকে আপডেটেড বেটা ভার্সনে আপডেট করে দেবে।

৪) এবার হোয়াটস অ্যাপ টিজার হওয়ার পর আপনি হোয়াটস অ্যাপের নতুন ভার্সন ব্যবহার করতে পারবেন। এবং সবসময় আগে থেকে জানতে পারবেন হোয়াটস অ্যাপে নতুন কী ফিচার্স আসতে চলেছে।

তবে মনে রাখবেন, যখন আপনি বেটা ভার্সন ইনস্টল করবেন, তখন আপনার মোবাইল নিজে থেকেই ফ্রিজ কিংবা রিস্টার্ট হয়ে যেতে পারে। এটা একেবারেই সাধারণ একটি ঘটনা। চিন্তা করার কোনও কারণ নেই। আপডেটের পর আপনার ফোন আবার আগের মতো হয়ে যাবে।

আরও পড়ুন ইশান্ত কোন পরিবারে বিয়ে করছেন জানেন!

.