১ বছরের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

এবার ইন্টারনেট ব্যবহার করার আরও দারুন সুবিধা এসে গেল। রিলায়েন্স কমিউনিকেশনের সঙ্গে পার্টনারশিপে ডেটাউইন্ড নিয়ে এসেছে দারুন ইন্টারনেট ব্রাউজিং অফার। ডেটাউইন্ডের PocketSurfer GZ নিয়ে এসেছে ১ বছরের জন্য ফ্রি ইন্টারনেট মাত্র ১,৪৯৯ টাকায়। লিনাক্স অপারেটিং সিস্টেমের সঙ্গে পাওয়া যাবে এই দারুন অফার।

Updated By: Aug 13, 2016, 01:56 PM IST
১ বছরের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

ওয়েব ডেস্ক: এবার ইন্টারনেট ব্যবহার করার আরও দারুন সুবিধা এসে গেল। রিলায়েন্স কমিউনিকেশনের সঙ্গে পার্টনারশিপে ডেটাউইন্ড নিয়ে এসেছে দারুন ইন্টারনেট ব্রাউজিং অফার। ডেটাউইন্ডের PocketSurfer GZ নিয়ে এসেছে ১ বছরের জন্য ফ্রি ইন্টারনেট মাত্র ১,৪৯৯ টাকায়। লিনাক্স অপারেটিং সিস্টেমের সঙ্গে পাওয়া যাবে এই দারুন অফার।

এই প্রসঙ্গে ডেটাউইন্ডের সিইও সুনীত সিং তুলি জানিয়েছেন যে, তাঁদের ডিভাইসটিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধাণত এই অফার দেওয়া হচ্ছে। ১৪৯৯ টাকায় তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করছে। এবং সেই স্মার্টফোনের সঙ্গেই এই অফার দেওয়া হচ্ছে।

.