Triumph Tiger Sport: ভারতের বাজারে এসে গেল Triumph-র নতুন বাইক, জেনে নিন কত দাম আপনার শহরে

ভারতের বাজারে এই বাইকটি সুজুকি ভি- স্টর্ম ৬৫০ এক্সটি (Suzuki V-Strom 650 XT) এবং কাওয়াসাকি ভারসি ৬৫০ (Kawasaki Versys 650)-এর সঙ্গে পাল্লা দেবে।

Updated By: Mar 29, 2022, 02:34 PM IST
Triumph Tiger Sport: ভারতের বাজারে এসে গেল Triumph-র নতুন বাইক, জেনে নিন কত দাম আপনার শহরে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে এসে গেল Triumph-র নতুন বাইক।  Triumph India লঞ্চ করেছে নতুন Tiger Sport 660। নতুন বাইকটিতে একটি মাঝারি ওজনের অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইকের ফিচার রয়েছে। ভারতীয় বাজারে এর দাম ৮.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই বাইকের বুকিং কয়েক সপ্তাহ আগেই শুরু হয়ে গেছে। ৫০,০০০ টাকা অগ্রিম দিয়ে শুরু হয়েছে বুকিং।

নতুন টাইগার স্পোর্ট ৬৬০-এর বিশ্বব্যাপী উন্মোচন করা হয়েছিল গত অক্টোবরে। খুব দ্রুত ভারতের বাজারে এর ডেলিভারি শুরু হতে চলেছে। নতুন অ্যাডভেঞ্চার বাইকটিতে একাধিক বৈশিষ্ট্য আপগ্রেড করা হয়েছে যেমন এলইডি হেডলাইট, ABS, TFT ডিসপ্লে, ২টি রাইডিং মোড যেমন রোড এবং রেইন এবং সুইচের মাধ্যমে ট্র্যাকশন নিয়ন্ত্রণ।

বাইকটির অ্যাডভেঞ্চার স্পোর্ট ডিজাইন ট্রাইডেন্ট ৬৬০ দ্বারা অনুপ্রাণিত। এই বাইকে একই মেইনফ্রেম এবং ইঞ্জিন প্ল্যাটফর্ম রয়েছে। যদিও, বাইকের পিছনেরদিকে একটি আপডেটেড সাবফ্রেম রয়েছে। এর মাধ্যমে ডিজাইনটিকে অ্যাডভেঞ্চার স্পোর্টস বিভাগের জন্য আরও উপযুক্ত করে তোলা হয়েছে।

এই বাইকের হার্ডওয়্যারের মধ্যে রয়েছে নিসিন ব্রেক ((Nissin brakes) এবং শোওয়া সাসপেনশন (Showa suspension)। এছাড়াও রয়েছে Michelin Road 5 টায়ার।

আরও পড়ুন: IPL 2022: এবার 'বিনামূল্যেই' দেখা যাবে IPL, নয়া প্ল্যান ঘোষণা Jio-র

নতুন বাইকটিতে রয়েছে একটি 600cc-র ৩-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮১ PS এবং ৬৪ Nm এর সর্বোচ্চ টর্ক রয়েছে। ইঞ্জিনটিতে একটি ৬-স্পীড গিয়ারবক্স এবং একটি আপ এবং ডাউন কুইক শিফটার বিকল্প রয়েছে।

ভারতের বাজারে এই বাইকটি সুজুকি ভি- স্টর্ম ৬৫০ এক্সটি (Suzuki V-Strom 650 XT) এবং কাওয়াসাকি ভারসি ৬৫০ (Kawasaki Versys 650)-এর সঙ্গে পাল্লা দেবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.