যে যে কারণে স্লো চলতে পারে আপনার Wi-fi পরিষেবাটি!
ব্রডব্যান্ডের দিন পেরিয়ে এখন হালফিল Wi-fi-এর যুগ। দেশের ১৯টি স্টেশনে শুরু হয়েছে ফ্রি Wi-fi পরিষেবা। অনেক অফিস ক্যাম্পাসও সম্পূর্ণরূপে Wi-fi করা থাকে। বাড়িতেও এখন Wi-fi। একসঙ্গে ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন সব চলছে। সবার ইন্টারনেট প্রয়োজনই মিটছে একসঙ্গে। কিন্তু মাঝেমধ্যেই বিভিন্ন কারণে ব্যাহত হয় এই Wi-fi পরিষেবা। চলুন দেখে নেওয়া যাক কী কী কারণ,
ওয়েব ডেস্ক : ব্রডব্যান্ডের দিন পেরিয়ে এখন হালফিল Wi-fi-এর যুগ। দেশের ১৯টি স্টেশনে শুরু হয়েছে ফ্রি Wi-fi পরিষেবা। অনেক অফিস ক্যাম্পাসও সম্পূর্ণরূপে Wi-fi করা থাকে। নামীদামী রেস্তোরাঁতেও থাকে এই পরিষেবা। বাড়িতেও এখন Wi-fi। একসঙ্গে ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন সব চলছে। সবার ইন্টারনেট প্রয়োজনই মিটছে একসঙ্গে। কিন্তু মাঝেমধ্যেই বিভিন্ন কারণে ব্যাহত হয় এই Wi-fi পরিষেবা। চলুন দেখে নেওয়া যাক কী কী কারণ,
১) Wi-fi রাউটারটি যথাযথ স্থানে না রাখলে স্পিড কমে যেতে পারে। রাউটার রাখার উচ্চতার উপরও স্পিড নির্ভর করে। মাটিতে রাউটার রাখা একদম উচিত নয়।
২) ধাতব বা কংক্রিটের কোনও কিছুর উপর রাউটার রাখলে স্পিড বাধা পায়। সবসময় কাঠের কোনও কিছুর উপর রাউটারটি রাখা উচিত।
৩) রাউটারের সঙ্গে ডিভাইসের দূরত্ব বাড়লেও স্পিড কমে। বাড়ির মাঝখানের ঘরে রাউটার রাখা সবসময় ভালো।
৪) একাধিক কানেকশন পাশাপাশি থাকলে স্পিড কমে যায়। কারণ একটি চ্যানেলের সঙ্গে আরেকটি ওভারল্যাপ করায় স্পিড কমে যায়।
৫) রাউটারের কাছাকাছি মাইক্রোওয়েভ থাকলে স্পিড কমবে।
৬) ব্লু-টুথ ডিভাইসের কারণেও ব্যাহত হয় পরিষেবা।
৭) খ্রিস্টমাস আলোতেও কমে যায় Wi-fi স্পিড। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। LED বাল্বের আলো Wi-fi স্পিডের ক্ষতি করে।
জেনে গেলেন। এবার সেইমত আপনার Wi-fi রাউটারটিকে রাখুন। তাহলেই হাইস্পিড ইন্টারনেট আপনার হাতের মুঠোয়!