মন্ত্রী বলছেন, খুব তাড়াতাড়ি ফের ফেসবুক খুলছে বাংলাদেশে, কিন্তু কবে?

১৫ দিন হয়ে গেল বাংলাদেশে বন্ধ ফেসবুক সহ নানা সোশ্যাল নেটওয়ার্ক। নিরাপত্তা ইস্যুতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধের বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। খুব তাড়াতাড়ি ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। সাংবাদিকরা প্রশ্ন করে কবে খোলা হবে ফেসবুক? মন্ত্রী তার জবাবে বলেন, খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক আনব্লক করে দেব। স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' তবে নির্দিষ্ট কোনও দিনের কথা বলতে রাজি হননি জুনাইদ। এরপর তিনি বলেন,'' ফেসবুক সদর দপ্তরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা ফেসবুক খুলে দিতে পারব।''

Updated By: Dec 3, 2015, 04:43 PM IST
মন্ত্রী বলছেন, খুব তাড়াতাড়ি ফের ফেসবুক খুলছে বাংলাদেশে, কিন্তু কবে?

ওয়েব ডেস্ক: ১৫ দিন হয়ে গেল বাংলাদেশে বন্ধ ফেসবুক সহ নানা সোশ্যাল নেটওয়ার্ক। নিরাপত্তা ইস্যুতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধের বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। খুব তাড়াতাড়ি ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। সাংবাদিকরা প্রশ্ন করে কবে খোলা হবে ফেসবুক? মন্ত্রী তার জবাবে বলেন, খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক আনব্লক করে দেব। স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' তবে নির্দিষ্ট কোনও দিনের কথা বলতে রাজি হননি জুনাইদ। এরপর তিনি বলেন,'' ফেসবুক সদর দপ্তরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা ফেসবুক খুলে দিতে পারব।''

গত ১৮ নভেম্বর থেকে ফেইসবুকসহ কয়েকটি যোগাযোগ অ্যাপ বন্ধ করার পর বাংলাদেশে অনেক ব্যবহারকারী ‘বিকল্প পন্থায়’ তা ব্যবহার করছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করা হলেও কবে নাগাদ এ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে তা এখনো নিশ্চিত করেনি সরকার।

 আগামী ৬ বা ৭ ডিসেম্বর ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন।

 

Tags:
.