ফেসবুককে টেক্কা দিতে ময়দানে স্ন্যাপচ্যাট

Updated By: Feb 1, 2016, 02:56 PM IST
 ফেসবুককে টেক্কা দিতে ময়দানে স্ন্যাপচ্যাট

ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একচ্ছত্র রাজত্ব ফেসবুক, ট্যুইটারের। এবার সেই রাজত্বে ভাগ বসাতে পা বাড়াল স্ন্যাপচ্যাট। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মেসেজিং অ্যাপ্লিকেশনের আগমন বেশকিছুদিন আগেই ঘটেছে, এবার তাতে সংযোজন ‘লাইভ স্কোর’ ফিচার। স্পোর্টস চ্যাটারদের নতুন ময়দান। কিন্তু প্রশ্ন হলো লাইভ স্কোর জানতে স্ন্যাপচ্যাট কেন? যেকোনও গেম সাইট বা ফেসবুক, ট্যুইটার খুললেই তো পাওয়া যাবে স্কোরবোর্ড। স্ন্যাপচ্যাটের দাবি, এখানে পাওয়া যাবে ময়দানে না গিয়েও ময়দানের ‘লাইভ ফিল’। আর এই ‘লইভ ফিল’ ই লাইভ স্কোরকে বাকিদের থেকে এগিয়ে রাখবে।

খেলার ‘আপডেট’ ছাড়াও ‘লাইভ স্কোর’-এ নিমেষে পাওয়া যাবে পরিসংখ্যান থেকে ছবি সব কিছুই। বর্তমানে ‘লাইভ স্কোর’ শুধু বাস্কেট বল কোর্টে আটকে থাকেলও খুব শিগগির ছড়িয়ে পড়বে সব রকমের খেলায়।

 

.