এবার ফেসবুকে আপনার ব্যক্তিগত তথ্য 'ফাঁস' করবে হোয়াটসঅ্যাপ!

এবার ফেসবুকে আপনার ফোন নম্বর শেয়ার করতে চলেছে হোয়াটসঅ্যাপ। টার্গেটেড বিজ্ঞাপন পাওয়ার জন্যই নাকি এই উদ্যোগ, বলে জানানো হয়েছে সংস্থার তরফে। বর্তমানে ফেসবুকই হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি।

Updated By: Aug 25, 2016, 08:19 PM IST
এবার ফেসবুকে আপনার ব্যক্তিগত তথ্য 'ফাঁস' করবে হোয়াটসঅ্যাপ!

ওয়েব ডেস্ক : এবার ফেসবুকে আপনার ফোন নম্বর শেয়ার করতে চলেছে হোয়াটসঅ্যাপ। টার্গেটেড বিজ্ঞাপন পাওয়ার জন্যই নাকি এই উদ্যোগ, বলে জানানো হয়েছে সংস্থার তরফে। বর্তমানে ফেসবুকই হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি।

দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েোছিল, এই অ্যাপের ব্যবহারকারীদের তথ্য সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। অথচ, তারপরই তাদের এই সিদ্ধান্ত রীতিমতো ধাক্কা দেওয়ার মতোই।

আরও পড়ুন- এই এই কারণে হোয়াটসঅ্যাপ আপনাকে ব্যান করতে পারে!

যদিও, ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওভাবেই কারও ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ করা হবে না। অন্যদিকে এই উদ্যোগটি শুধুমাত্র আরও বেশি পরিমাণে বিজ্ঞাপন নিয়ে আসার জন্য এবং টার্গেট ভিউয়ারদের টানতেই করা হচ্ছে বলে তাদের তরফে জানানো হয়েছে।

.