বৃষ্টি থেকে কীভাবে বাঁচাবেন স্মার্টফোন?

বাইরে যখন বেরিয়েছিলেন তখন আকাশ ঝলমলে। আচমকা নামল ঝমঝমিয়ে বৃষ্টি। পকেটে মোবাইল ফোন। বৃষ্টির জলে নিজে ভিজলে ক্ষতি নেই। কিন্তু স্মার্টফোনে যদি জল ঢুকে যায় তাহলে সর্বনাশ। মোবাইল সারাতে বড় অঙ্কের টাকার গচ্চা যাবে আপনার। বৃষ্টি থেকে কীভাবে বাঁচাবেন স্মার্ট ফোন?

Updated By: Aug 6, 2016, 10:25 AM IST
বৃষ্টি থেকে কীভাবে বাঁচাবেন স্মার্টফোন?

ওয়েব ডেস্ক : বাইরে যখন বেরিয়েছিলেন তখন আকাশ ঝলমলে। আচমকা নামল ঝমঝমিয়ে বৃষ্টি। পকেটে মোবাইল ফোন। বৃষ্টির জলে নিজে ভিজলে ক্ষতি নেই। কিন্তু স্মার্টফোনে যদি জল ঢুকে যায় তাহলে সর্বনাশ। মোবাইল সারাতে বড় অঙ্কের টাকার গচ্চা যাবে আপনার। বৃষ্টি থেকে কীভাবে বাঁচাবেন স্মার্ট ফোন?

১) বৃষ্টি নামার আগেই ফোনে থাকা সমস্ত তথ্য ক্লাউড স্টোরেজে সেভ করে রাখুন।

২) ভিজে হাতে টাচ স্ক্রিনে হাত দেবেন না।

৩) মানিব্যাগে সিলিকা জেল রাখুন। সিলিকা জেল যেকোনও জিনিসকে শুকনো রাখতে সাহায্য করে। জিনিসে ময়শ্চার পড়তে দেয় না।

৪) বাজারে গেলে যে পলিব্যাগ পান, সেরকম একটা সঙ্গে রাখুন। বৃষ্টির মধ্যে আপনার স্মার্ট ফোনের রক্ষাকবচ হতে পারে এই পলিব্যাগ।

৫) বাজার থেকে ওয়াটার প্রুফ মোবাইল ফোনের পাউচ কভার কিনে নিন। বৃষ্টিতে আপনার স্মার্ট ফোনটিকে কভারের মধ্যে পুরে দিন।

৬) বৃষ্টির মধ্যেও মোবাইল ফোনে কথা বলতে হবে। কিন্তু কানে ফোন রাখলে ভিজে যেতে পারে। সেক্ষেত্রে ব্লুটুথ-ইয়ারফোন ব্যবহার করতে পারেন।

৭) ভিজে থাকা স্মার্টফোন চার্জ দেওয়ার চেষ্টা করবেন না। মোবাইল ফোনটিকে ভাল করে মুছে নিন। পারলে খোলা হাওয়ায় ১ ঘণ্টা রেখে দিন। এরপর মুছে নিয়ে ফোন চার্জে বসান।
ফোন মোছার সময় ব্যাটারিও মুছে নিন।

এই কয়েকটি বিষয়ে সতর্ক থাকলেই আপনি আপনার স্মার্ট মোবাইলটি বাঁচাতে পারবেন বৃষ্টির হাত থেকে।

.