এবার অনলাইন পেমেন্ট পরিষেবা চালু করছে Jio!

গ্রাহকদের জন্য এ বার অনলাইন পেমেন্ট পরিষেবা চালু করতে চলেছে Jio। UPI পেমেন্টের সুবিধা পাওয়া যাবে MyJio অ্যাপ থেকেই।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 21, 2020, 03:09 PM IST
এবার অনলাইন পেমেন্ট পরিষেবা চালু করছে Jio!

নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের জন্য এ বার অনলাইন পেমেন্ট পরিষেবা চালু করতে চলেছে Jio। UPI পেমেন্টের সুবিধা পাওয়া যাবে MyJio অ্যাপ থেকেই।

ভারতে ‘নোট বন্দি’র পর থেকেই গতি এসেছে ডিজিটাল পেমেন্টে। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে PhonePe, Google Pay-এর মতো UPI পেমেন্ট পরিষেবার প্ল্যাটফর্মগুলি। শীঘ্রই পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে। তার আগেই UPI পেমেন্ট পরিষেবা চালু করার কথা জানিয়ে দিল Jio।

আরও পড়ুন: পাবলিক প্লেসে ব্যাটারি চার্জ করলে হ্যাক হতে পারে ফোন, জেনে নিন কীভাবে

জানা গিয়েছে, ইতিমধ্যেই নির্বাচিত কিছু গ্রাহকদের জন্য UPI পেমেন্ট পরিষেবা শুরু করেছে Jio। MyJio অ্যাপে ঢুকলে JioCinema, JioSaavn ও JioEngage অপশনের পাশেই UPI পেমেন্ট অপশন দেখা যাবে। Jio-র UPI পেমেন্ট সার্ভিস রেজিস্ট্রেশন করার পর একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস আর UPI হ্যান্ডেল পাবেন গ্রাহকরা। UPI পিন তৈরি করার জন্য মোবাইল নম্বর, ডেবিট কার্ড নম্বর আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। MyJio অ্যাপ থেকে UPI পিন পাওয়ার পর প্রত্যেক লেনদেনের সময় এই UPI পিন ব্যবহার করতে হবে। তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

.