অপেক্ষা করতে হবে না ৩ বছর, তার আগেই ফেরত পাবেন Jio ফোনের জন্য জমা রাখা টাকা

Updated By: Aug 16, 2017, 07:17 PM IST
অপেক্ষা করতে হবে না ৩ বছর, তার আগেই ফেরত পাবেন Jio ফোনের জন্য জমা রাখা টাকা

ওয়েব ডেস্ক: জিও ফোন ইতিমধ্যে বুক করে ফেলেছেন? বা বুক করবেন বলে মনস্থ করেছেন? তাহলে আপনার জন্য ভাল খবর। ফোনের জন্য জমা রাখা ১,৫০০ টাকার কিছুটা ফেরত পাবেন ফোনের 'লক পিরিয়ড' শেষ হওয়ার আগেই। 

খোলসা করে বলা ‌যাক। মাস খানেক আগে সাধারণের জন্য 'জিও ফোন' লঞ্চ করেছেন মুকেশ আম্বানি। 4G এই ফিচার ফোন পেতে গেলে ১,৫০০ টাকা জমা রাখতে হবে আপনাকে। ৩ বছর পর সেই টাকা ফেরত মিলবে বলে জানিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্তা। কিন্তু বুধবার এক সর্বভারতীয় বাণিজ্যিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নির্ধারতি তিন বছরের আগেই ফেরত মিলতে পারে জামানতে আংশিক। 

প্রতিবেদন অনুসারে, জিও ফোনের গ্রাহকরা ৩ বছরের সময়সীমার আগেই জামা রাখা টাকার আংশিক ফেরত পেতে পারেন। সেজন্য ফেরত দিতে হবে ফোন। দিন কয়েকের মধ্যেই একথা আনুষ্ঠানিক ভাবে জানাতে পারে জিও। 

আগামী ২৪ অগাস্ট থেকে শুরু হবে জিও ফোনের বুকিং। অনলাইনে নির্দিষ্ট শর্ত পূরণ করে বুক করতে হবে ফোন। সেপ্টেম্বরে ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে শুরু করবে সংস্থা। প্রতি সপ্তাহে ৫০ লক্ষ ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারা।

 

.