5G কানেক্টিভিটি, সুপার জুম ক্যামেরা-সহ ভারতে এ মাসেই লঞ্চ হচ্ছে Realmy X3!

আসুন জেনে নেওয়া যাক Realme X3-এর স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে খুঁটিনাটি তথ্য...

Edited By: সুদীপ দে | Updated By: Jun 11, 2020, 08:07 PM IST
5G কানেক্টিভিটি, সুপার জুম ক্যামেরা-সহ ভারতে এ মাসেই লঞ্চ হচ্ছে Realmy X3!

নিজস্ব প্রতিবেদন: একগুচ্ছ আকর্ষণীয় ফিচার নিয়ে শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realmy X3। জানা গিয়েছে, ২৬ জুন ভারতের বাজারে লঞ্চ হবে এই ফোনটি। ক্যামেরায় থ্রি এক্স সুপারজুম, 5G কানেক্টিভিটি-সহ একাধিক নজর কাড়া ফিচার রয়েছে এই ফোনে। আসুন জেনে নেওয়া যাক Realme X3-এর স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে খুঁটিনাটি তথ্য...

Realme X3-র স্পেসিফিকেশন আর দাম:

১) এই স্মার্টফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সঙ্গে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন।

২) এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম আর সঙ্গে থাকছে Snapdragon 765G (7 nm) চিপসেট।

৩) মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme X3। ৬ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ আর ১২ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

৩) Realme X3-এ রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ, এইচডি ও প্যানোরোমা মোড আর ক্যামেরায় থ্রি এক্স সুপারজুমের সুবিধা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সরের ডুয়াল ক্যামেরা সেটআপ।

আরও পড়ুন: আবিষ্কারের প্রায় ১০০ বছর পর, মহাকাশে প্রথম বোস-আইনস্টাইন ঘনীভূত অবস্থা তৈরি করল নাসা

৪) Realme X3 স্মার্টফোনে রয়েছে ৪,১০০ mAh-এর নন রিমুভেবল ফাস্ট চার্জিং ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০ আর জিপিএস-এর সুবিধা।

৫) ভারতে Realme X3 স্মার্টফোনের টপ ভেরিয়েন্টের দাম ৩৫ হাজার টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

.