Realme-এর ফোনে Samsung-এর 64 মেগাপিক্সেল ক্যামেরা! লঞ্চ হল Realme XT

মিড সেগমেন্টে বেশি স্পেসিফিকেশন-সহ আসতে চলেছে Realme XT। থাকছে শক্তিশালী RAM ও প্রসেসর। তবে, এই ফোনের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে Samsung-এর 64 মেগাপিক্সেল ক্যামেরা।

Updated By: Sep 13, 2019, 03:13 PM IST
Realme-এর ফোনে Samsung-এর 64 মেগাপিক্সেল ক্যামেরা! লঞ্চ হল Realme XT

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ভারতে প্রকাশ্যে আসছে চিনা সংস্থা Realme-এর নতুন ফোন Realme XT। দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বিশেষ লঞ্চ ইভেন্টে ফোন প্রকাশ করবে সংস্থা। অর্থাত্ আর কয়েকদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে Realme XT। 

Realme XT-এর দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে, সংস্থার ট্রেন্ড অনুযায়ী দাম কমের দিকেই রাখা হবে মনে করা হচ্ছে। মিড সেগমেন্টে বেশি স্পেসিফিকেশন-সহ আসতে চলেছে Realme XT। থাকছে শক্তিশালী RAM ও প্রসেসর। তবে, এই ফোনের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে Samsung-এর 64 মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসাঙের ISOCELL Bright GW1 সেন্সর থাকছে Realme XT-তে। ফলে, কম আলোতেও ঝকঝকে ছবি তোলা যাবে এই ফোনে। এবার এক ঝলকে দেখে নিন, Realme XT-এর স্পেসিফিকেশন ও দাম...

Realme XT-এর স্পেসিফিকেশন ও দাম:

১) ৬.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। থাকছে ওয়াটারড্রপ নচ। 

২) ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৬ জিবি RAM + ৬৪ জিবি এবং ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। 

৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৭১২ চিপসেট।

৪) ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলের (ওয়াই অ্যাঙ্গেল) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

আরও পড়ুন: নতুন ফোনেই ১,০০০ টাকার ছাড়! বাজারে এল Infinix Hot 8

৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) Realme XT-এর দাম শুরু ১৫,৯৯৯ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে ফোনের। পাওয়া যাবে রিয়েলমি-এর ওয়েবসাইট ও ফ্লিপকার্ট-এ। 

.