নাসার উপগ্রহে বিরল অগ্ন্যুত্পাতের ছবি

নাসার একাধিক উপগ্রহ রয়েছে যা পৃথিবীর চারপাশে সতর্ক নজর রেখে চলেছে। সেই উপগ্রহগুলোর মধ্যেই অন্যতম অ্যাকোয়া যা আসলে নাসার একটি বহুজাতীক বিজ্ঞানসম্মত উপগ্রহ।

Updated By: Oct 7, 2016, 02:17 PM IST
নাসার উপগ্রহে বিরল অগ্ন্যুত্পাতের ছবি

ওয়েব ডেস্ক: নাসার একাধিক উপগ্রহ রয়েছে যা পৃথিবীর চারপাশে সতর্ক নজর রেখে চলেছে। সেই উপগ্রহগুলোর মধ্যেই অন্যতম অ্যাকোয়া যা আসলে নাসার একটি বহুজাতীক বিজ্ঞানসম্মত উপগ্রহ।

আরও পড়ুন- কার কত দাম?

এই উপগ্রহের তোলা ছবিতেই দেখা গেল এক দৈত্যাকার আগ্ন্যুত্পাতের দৃশ্য। দক্ষিণ আটলান্টিক মহাসাগর সংলগ্ন এলাকা থেকে এই ছবি ধরা পড়েছে। মোট যে তিনটি আগ্নয়গিরীর ছবি পাওয়া গেছে, সেগুলি সবই আকারে বৃহত্ এবং মূলত, লাভাস্তর, ছাই ও পাথর দিয়ে গঠিত। এই আগ্নেয়গিরীগুলো দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপের ১৭০০ মাইল জুড়ে বিস্তৃত। এই রকম প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকায় অগ্ন্যুত্পাতের দৃশ্য কার্যত উপগ্রহ না থাকলে চোখে পড়াই অসম্ভব।

 

আরও পড়ুন- স্যামসঙ গ্যালাক্সি নোট ৭-এর পর আরও একটি স্মার্টফোন বিস্ফোরণ হল

.