পতঞ্জলি’র সিম কার্ড আনছেন রামদেব
জানা যাচ্ছে, শুরুতে কেবল পতঞ্জলি কর্মীরাই এই স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং তার পরিষেবা উপভোগ করতে পারবেন। এরপর আম আদমির জন্য স্বদেশি সমৃদ্ধি সিম কার্ডের দরজা খুলে দেওয়া হলে ক্রেতারা সেই সিম কার্ডের দৌলতে প্রত্যেক পতঞ্জলি পণ্যের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাবেন।
নিজস্ব প্রতিবেদন: এবার টেলিকল দুনিয়াতেও পা রাখলেন যোগগুরু রামদেব। জি নিউজ-এ প্রকাশিত খবর অনুযায়ী বিএসএনএল-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড নিয়ে আসছে রামদেবের সংস্থা পতঞ্জলি।
আরও পড়ুন- এবার কি গাড়িতে লাগবে সবুজ নম্বর প্লেট?
জানা যাচ্ছে, শুরুতে কেবল পতঞ্জলি কর্মীরাই এই স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং তার পরিষেবা উপভোগ করতে পারবেন। এরপর আম আদমির জন্য স্বদেশি সমৃদ্ধি সিম কার্ডের দরজা খুলে দেওয়া হলে ক্রেতারা সেই সিম কার্ডের দৌলতে প্রত্যেক পতঞ্জলি পণ্যের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাবেন।
আরও পড়ুন- এবার মুছে ফেলা যাবে জি মেল-এ পাঠানো ই-মেল, জেনে নিন কী ভাবে
পতঞ্জলি সিম কার্ড ব্যবহারের জন্য প্রত্যেক উপভোক্তাকে ১৪৪ টাকার একটি রিচার্য করাতে হবে। আর এই রিচার্যে গ্রাহক পেয়ে যাবেন আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল ও ১০০ ন্যাশনাল এসএসএস সহ ২ জিবি ডেটা। একই সঙ্গে এই সমৃদ্ধি সিম কার্ড ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্য এবং জীবন বিমারও বন্দোবস্তও করতে চলেছে পতঞ্জলি।
আরও পড়ুন- নতুন তিনটি সস্তা ডেটা প্ল্যান নিয়ে এল ভোডাফোন
খুব শীঘ্রই বিএসএনএল-এর ৫ লাখ কাউন্টার থেকে ভারতের জনতা স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড ক্রয় করতে পারবে বলে জানিয়েছেন পতঞ্জলি সংস্থার কর্ণধার যোগগুরু রামদেব।