পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করা যাবে ফ্রিজ, মোবাইল চার্জ হবে ৪০ বার

১ লক্ষ ২০ হাজার ৬০০ MAH-পাওয়ারের পাওয়ার ব্যাঙ্ক, যাতে ফোন চার্জ দেওয়া যাবে অন্তত ৪০ বার। ল্যাপটপ চার্জ দেওয়া যাবে অন্তত ১৫ বার। ১৫ ভোল্টের বাল্ব এই পাওয়ার ব্যাঙ্কের পাওয়ারে একটানা জলবে ১০০ ঘণ্টা, ৩দিনের একটু বেশি। পাওয়ার ব্যাঙ্ক নয়, বলা চলে পাওয়ার হাউস। অনেকেই মশকরা করে বলছেন পাওয়ার ব্যাঙ্কও নয়, পাওয়ার হাউসও নয়, এটি আসলে একটা জেনারটর।

Updated By: Apr 20, 2016, 03:14 PM IST
পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করা যাবে ফ্রিজ, মোবাইল চার্জ হবে ৪০ বার

ওয়েব ডেস্ক: ১ লক্ষ ২০ হাজার ৬০০ MAH-পাওয়ারের পাওয়ার ব্যাঙ্ক, যাতে ফোন চার্জ দেওয়া যাবে অন্তত ৪০ বার। ল্যাপটপ চার্জ দেওয়া যাবে অন্তত ১৫ বার। ১৫ ভোল্টের বাল্ব এই পাওয়ার ব্যাঙ্কের পাওয়ারে একটানা জলবে ১০০ ঘণ্টা, ৩দিনের একটু বেশি। পাওয়ার ব্যাঙ্ক নয়, বলা চলে পাওয়ার হাউস। অনেকেই মশকরা করে বলছেন পাওয়ার ব্যাঙ্কও নয়, পাওয়ার হাউসও নয়, এটি আসলে একটা জেনারটর।

মার্কিন প্রযুক্তি সংস্থা এঙ্কের এই পাওয়ার ব্যাঙ্কের নির্মাতা সংস্থা। আমাজন থেকেই গ্রাহক পেতে পারেন এই পাওয়ার ব্যাঙ্ক। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ৩৭ হাজার টাকা।

.