Google-এ ক্রিকেট খেলুন আর জিতে নিন ৩,৩০০ টাকা!

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট বিশ্বকাপের মরসুমে নতুন ক্রিকেট গেম নিয়ে হাজির হল Google। নতুন এই ক্রিকেট গেমের নাম Tez Shots।

বোলিং নয়, শুধুমাত্র ব্যাটিং করেই জেতা যাবে প্রায় ৩,৩০০ টাকা! এই টাকা পাওয়া যাবে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে। সঠিক সময় ব্যাট চালিয়ে যত বেশি রান করা যাবে তত বেশি টাকা জেতার সুযোগ রয়েছে Tez Shots-এ।

কী ভাবে Tez Shots খেলে স্ক্র্যাচ কার্ড জেতা যাবে?

Tez Shots-এ রান করার ক্ষেত্রে বিভিন্ন মাইলস্টোন বা টার্গেট দেওয়া থাকবে। যে কোনও একটি টার্গেট পেরোলেই নতুন স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন আপনি। তবে এই স্ক্র্যাচ কার্ডের টাকা ব্যবহার করার জন্য নিজের নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে হবে।

আরও পড়ুন: PUBG খেলে ৪১ লক্ষ টাকা জিতলেন মুম্বইয়ের চার যুবক!

সম্প্রতি UPI ভিত্তিক লেনদেনে এক নম্বর স্থান দখল করেছে Google Pay। Google জানিয়েছে, ভারতের মোট UPI লেনদেনের ২৫ শতাংশই হয়েছে Google Pay থেকে। মার্চের শেষ পর্যন্ত পাওয়া গত আর্থিক বছরের হিসাব অনুযায়ী মোট ৪৫,০০০ কোটা টাকার লেনদেন হয়েছে Google Pay থেকে।

English Title: 
Play Tez Shots and earn scratch cards up to Rs 3,300 on Google Pay
News Source: 
Home Title: 

Google-এ ক্রিকেট খেলুন আর জিতে নিন ৩,৩০০ টাকা!

Google-এ ক্রিকেট খেলুন আর জিতে নিন ৩,৩০০ টাকা!
Caption: 
—প্রতীকী ছবি।
Yes
Is Blog?: 
No