কোয়াড ক্যামেরা, ১২ জিবি RAM! প্রকাশ্যে এল Oppo Ace 2-এর স্পেসিফিকেশন আর দাম

এক নজরে দেখে নেওয়া যাক Oppo Ace 2-এর স্পেসিফিকেশন আর দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Apr 16, 2020, 02:34 PM IST
কোয়াড ক্যামেরা, ১২ জিবি RAM! প্রকাশ্যে এল Oppo Ace 2-এর স্পেসিফিকেশন আর দাম

নিজস্ব প্রতিবেদন: গত কয়েক বছর ধরে স্মার্টফোনের বাজারে ধীরে ধীরে প্রিমিয়াম ক্যামেরা ফোনের সেগমেন্টে নিজেদের স্থান পাকা করে নিয়েছে Oppo। সংস্থার বেশিরভাগ ফোনেই এখন মূল ফোকাসে তার রিয়ার ও সেলফি ক্যামেরা। Oppo Ace 2-ও তার ব্যতিক্রম নয়।

সম্প্রতি চিনে লঞ্চ হওয়া এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা হাউজিং থেকেই আন্দাজ করা যায়, যে এই স্মার্টফোনের অন্যতম বড় অস্ত্র তার কোয়াড রিয়ার ক্যামেরা। বড় হাউজিং-এর মধ্যে বড় আকারের লেন্সের পারফর্মান্স কেমন হবে তা অবশ্য সময়ই বলবে।

ফোনের বেজেলহীন ফুল স্ক্রিন ডিসপ্লেও বেশ আকর্ষণীয়। এই ফুল স্ক্রিনের অনুভূতি অটুট রাখতে ছোট্ট পিনহোল সেলফি ক্যামেরা থাকছে Oppo Ace 2-এ। আসুন, এ বার এক নজরে দেখে নেওয়া যাক Oppo Ace 2-এর স্পেসিফিকেশন আর দাম...

Oppo Ace 2-এর স্পেসিফিকেশন আর দাম:

১) Oppo Ace 2-এ থাকছে ফুল স্ক্রিন বেজেলহীন ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে। রেজোলিউশন ১০৮০ X ২৪০০ পিক্সেল।

২) এন্ট্রি মডেলে থাকছে ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ।

৩) ফোনের প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর ক্যামেরা। থাকছে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের পিনহোল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: WhatsApp-এ আপনাকে কি কেউ ব্লক করেছে? কী ভাবে ফের নিজেকে আনব্লক করবেন জেনে নিন

৪) থাকছে Qualcomm Snapdragon 865 প্রসেসর।

৫) Android 10 অপারেটিং সিস্টেম।

৬) থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

৭) চিনে Oppo Ace 2-র দাম রাখা হয়েছে ৪,৩৯৯ ইয়েন (ভারতীয় মুদ্রায় ৪৭,৫০০ টাকা)।

.