স্যামসঙ গ্যালাক্সি নোট ৭-এর পর আরও একটি স্মার্টফোন বিস্ফোরণ হল
কিছুদিন আগেই স্যামসঙ ব্যবহারকারীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। কারণ, স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ ফোনটি ফেটে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা শোনা যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করে। একইরকম ঘটনা শোনা গেল আইফোন ৭ প্লাসের ক্ষেত্রেও। শোনা গিয়েছে, চার্জ দেওয়ার সময়ে ফোনটির বিস্ফোরণ হয়।
ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই স্যামসঙ ব্যবহারকারীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। কারণ, স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ ফোনটি ফেটে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা শোনা যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করে। একইরকম ঘটনা শোনা গেল আইফোন ৭ প্লাসের ক্ষেত্রেও। শোনা গিয়েছে, চার্জ দেওয়ার সময়ে ফোনটির বিস্ফোরণ হয়।
আরও পড়ুন পাসওয়ার্ড কত অক্ষরের হলে নিরাপদ, জানালেন গবেষকরা
সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, আইফোন ৭ প্লাস ফোনটির বিস্ফোরণের ঘটনার পরই অ্যাপেলের টেক্সাস অফিসের কর্তারা ফোনটির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। এবং ফোনটির রিপ্লেসমেন্টের ব্যবস্থাও করা হচ্ছে।
আরও পড়ুন এয়ারটেলের মতো এমন ফ্রি অফার কেউ দেয়নি!