দারুণ! এবার হোয়াটস অ্যাপে এই কাজটিও করতে পারবেন!
Updated By: Jul 14, 2017, 02:28 PM IST
ওয়েব ডেস্ক: জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের অন্তর্গত জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ । মেসেজিং অ্যাপগুলির মধ্যে এর জনপ্রিয়তা তুঙ্গে। তার অন্যতম কারণ হল, হোয়াটস অ্যাপ তার ব্যবহারকারীদের জন্য রোজ রোজ নতুন নতুন ফিচার্স এনে হাজির করছে। রোজ আপডেট হচ্ছে হোয়াটস অ্যাপ । আর তার জন্য আরও স্মার্ট হচ্ছেন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা। আবার একটি নতুন ফিচার্স নিয়ে এল হোয়াটস অ্যাপ ।
এবার হোয়াটস অ্যাপে আপনি যেকোনও ধরণের ফাইল শেয়ার করতে পারবেন। এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা পিডিএফ ফাইল শেয়ার করতে পারতেন না। এবার সেই সমস্যাও থাকল না। জানা গিয়েছে, ১০০ এম.বি সাইজ পর্যন্ত যেকোনও ধরণের ফাইল এবার থেকে শেয়ার করতে পারবেন হোয়াটস অ্যাপে। এই সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা পাবেন।