মোবাইল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে ফ্রি ইনকামিং

২৮ দিনের জন্য বাড়তি ৩৫ টাকা দিলেই ফ্রি ইনকামিং কলের সুবিধা মিলবে।

Updated By: Nov 21, 2018, 06:41 PM IST
মোবাইল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে ফ্রি ইনকামিং

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে মোবাইল ট্যারিফে বড়সড় রদবদল। বন্ধ হচ্ছে আজীবন ফ্রি ইনকামিং কলের সুবিধা। আয় বাড়াতে এবার এমনই সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন টেলিকম সংস্থা।

দেশের ৯৫ শতাংশ মোবাইল ব্যবহারকারী প্রিপেড গ্রাহক। সেকথা মাথায় রেখেই গ্রাহকদের সুবিধার জন্য নিত্যনতুন প্ল্যান আনে মোবাইল পরিষেবা সংস্থাগুলি। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল আজীবন ফ্রি ইনকামিং কলের সুবিধা। এক দশক আগে এই প্ল্যান চালু হয়েছিল। তার জন্য প্রিপেড গ্রাহকদের এককালীন দিতে হয় ৯৯৯ টাকা। প্ল্যানটি চালু রাখতে ছয় মাসের মধ্যে মাত্র দশ টাকা রিচার্জ করলেই যথেষ্ট।

ইতিমধ্যে দেশের টেলিকম সেক্টরে বড়সড় পরিবর্তন  আনে রিলায়েন্স জিও। কম টাকায় বেশি ডেটা দেওয়ায় হু হু করে বাড়ে গ্রাহক সংখ্যা। ফলে লোকসানের মুখে পড়ে ভোডাফোন, ভারতী এয়ারটেলের মতো কোম্পানিগুলি। আয় বাড়াতে এবার আজীবন ফ্রি কলের সুবিধা বন্ধ করছে বিভিন্ন মোবাইল সংস্থা। কঠিন সিদ্ধান্ত হলেও, আপাতত এই পথই বেছে নিচ্ছে বেশ কয়েকটি মোবাইল কোম্পানি।

আরও পড়ুন, আকর্ষণীয় দামে ভারতে লঞ্চ করতে চলেছে Redmi Note 6 Pro!

তবে গ্রাহকদের এক-একটি কলের জন্য মিনিট প্রতি পয়সা গুনতে হবে না। ২৮ দিনের জন্য বাড়তি ৩৫ টাকা দিলেই ফ্রি ইনকামিং কলের সুবিধা মিলবে। এছাড়া থাকছে ৬৫ এবং ৯৫ টাকার প্ল্যান। জিও-ও নাকি একই রকম প্ল্যান আনছে। ২৮ দিন ফ্রি কল রিসিভ করতে দিতে হবে ৯৮ টাকা। এই যে ৩৫ টাকার নতুন প্ল্যান চালু হচ্ছে, তাতে থাকছে ২৬ টাকার টকটাইম ও ১০০ এমবি ডেটা।

আজীবন ফ্রি ইনকামিং কল বন্ধ হওয়ায়  সমস্যায় পড়বেন গ্রামাঞ্চলের গ্রাহকরা। কারণ তাঁরা কথা বলেন বেশি, ইন্টারনেট ব্যবহার করেন কম। কিন্তু ফ্রি ইনকামিং বন্ধ হলে, এখন আর নূন্যতম ১০ টাকা রিচার্জ করেও মোবাইল পরিষেবা চালু রাখা যাবে না। ফোন ধরার জন্য খরচ করতে হবে কমপক্ষে ৩৫ টাকা।

.