থমকে গেল ফেসবুক, ইনস্টাগ্রাম! সমস্যায় বিশ্বের লক্ষ লক্ষ ইউজার
ভারত, বাংলাদেশ, ব্রাজিল, জাপান ও ইউরোপের বেশ কিছু অংশে এই সমস্যা দেখা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফেসবুক খুলছে না? লগ আউট করতে চাইছেন, অথচ কিছুতেই পারছেন না? সমানে চাকা ঘুরে চলেছে? পেজ রিফ্রেশ করেও কোনও ফল মিলছে না? শুধু আপনিই নন, আপনারই মতো লক্ষ লক্ষ ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কারণ, আচমকাই বিশ্বজুড়ে থমকে গিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।
জানা গিয়েছে, ভারত, বাংলাদেশ, ব্রাজিল, জাপান ও ইউরোপের বেশ কিছু অংশে এই সমস্যা দেখা দিয়েছে। তবে ঠিক কী কারণে ফেসবুক আর ইনস্টাগ্রামে এই সমস্যা দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়। কারণ, এই ঘটনায় ফেসবুকের পক্ষ থেকে নির্দিষ্ট কোনও যান্ত্রিক ত্রুটির কথা এখনও জানানো হয়নি।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এই সমস্যা শুরু হয়েছে। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সমস্যা এই প্রথমবার নয়। এর আগে চলতি বছরের গোড়ায় ব্রিটেনে যান্ত্রিক ত্রুটির কারণে থমকে গিয়েছিল ফেসবুক পরিষেবা। পরে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘জাভাস্ক্রিপ্ট’ কোডে সমস্যাই এই পরিস্থিতির জন্য দায়ী। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের এই সমস্যা নিয়ে অনেকেই টুইটারে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।