গান শুনতে শুনতেই এবার স্ন্যাপচাটে পাওয়া যাবে ভিডিও তোলার মজা
হোয়াটসঅ্যাপসকে জোরদার চ্যালেঞ্জের মুখে ফেলতে এবার নিজেদের নতুন ভার্সানে নয়া ফিচার নিয়ে এল মোবাইল মেসেঞ্জার অ্যাপ স্ন্যাপচ্যাট। এবার থেকে গান শুনতে শুনতেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভিডিও রেকর্ড করা যাবে।
Updated By: Feb 19, 2015, 04:56 PM IST
ওয়েব ডেস্ক: হোয়াটসঅ্যাপসকে জোরদার চ্যালেঞ্জের মুখে ফেলতে এবার নিজেদের নতুন ভার্সানে নয়া ফিচার নিয়ে এল মোবাইল মেসেঞ্জার অ্যাপ স্ন্যাপচ্যাট। এবার থেকে গান শুনতে শুনতেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভিডিও রেকর্ড করা যাবে।
টেক ক্রাঞ্চের সূত্র অনুযায়ী আই টিউনস, স্পোটিফাই, সাউন্ডক্লাউড বা যে কোনও এই ধরণের অ্যাপে জ্যাম চালিয়েই ভিডিও রেকর্ড করা যাবে।
স্ন্যাপচ্যাটের ভার্সান 9.2.0. প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আই ফোনে এই সুবিধা পাওয়া যাবে।
যদিও অ্যান্ড্রয়েড ইউসারদের এই সুবিধা পেতে এখনও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।