200MP Smartphone: বাজারে বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! কেনার আগে জানুন বিশদে

আলোচনায় মোটো এজ থার্টি আলট্রা। বিগত ২৪ ঘণ্টায় এই ফোন রীতিমতো টেক দুনিয়ায় চর্চায়। স্বাভাবিক ভাবেই কারণ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এই প্রতিবেদনে রইল এই আলোচ্য ফোনের স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম।

Updated By: Sep 15, 2022, 03:27 PM IST
200MP Smartphone: বাজারে বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! কেনার আগে জানুন বিশদে
চমকে দেওয়া ক্যামেরা ফোন দেখে নিন

জি ২৪ ঘন্টা ডিজট্যাল ব্যুরো: সব জল্পনার অবসান। অবশেষে বাজারে বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত স্মার্টফোন (200MP Smartphone)! সৌজন্যে মোটোরোলা (Motorola)। এই মার্কিনি স্মার্টফোন কোম্পানিই প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে স্মার্টফোন নিয়ে আসল। গত মাসে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল মোটোরোলা এক্সথার্টি প্রো (Motorola X30 Pro) নামে। সম্প্রতি ইউরোপে ও বিশ্ববাজারে মোটোরোলা মোটো এজ থার্টি আলট্রা (Moto Edge 30 Ultra) ছাড়াও মোটো এজ থার্টি ফিউশন (Moto Edge 30 Fusion) নিয়ে এসেছে। তবে আলোচনায় মোটো এজ থার্টি আলট্রাই। বিগত ২৪ ঘণ্টায় এই ফোন রীতিমতো টেক দুনিয়ায় চর্চায়। স্বাভাবিক ভাবেই কারণ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এই প্রতিবেদনে রইল এই আলোচ্য ফোনের স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম।

আরও পড়ুন: Vivo V25: কোহলির এই ফোনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যাম, বদলে যায় রংও! দাম কত?

এক ঝলকে মোটো এজ থার্টি আলট্রা 

মোটো এজ থার্টি আলট্রা নিঃসন্দেহে বছরের মোস্ট ডায়নামিক ফ্ল্যাগশিপের তকমা ছিনিয়ে নিতে পারে। আলট্রা হাই রেজোলিউশন ক্যামেরা ছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি স্ত্রিন। ১৪৪ এইচজেড রিফ্রেশ রেট। প্রসেসরও স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান। ৪৬১০ এমএএইচ ব্যাটারির এই ফোনকে চার্জ করা যাবে দু'ভাবে। বলা হচ্ছে মোটোরোলার এখনও পর্যন্ত ফাস্টেস্ট চার্জিং ফোন এটিই। ১২৫ ওয়াট ওয়ার্ড চার্জিংয়ের সঙ্গেই থাকছে ৫০ ওয়াট ওয়ারলেস চার্জিং। ফোনের ক্যামেরা ২০০ মেগাপিক্সেল সেন্সরযুক্ত। দু'টি ব্যাক ক্যামেরা রয়েছে; একটি ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর যুক্ত ও অন্যটি ১২ মেগাপিক্সেল টেলিফোটো শুটার। সেলফি ক্যামেরা ৬০ মেগাপিক্সেলের। মোটো এজ থার্টির ৮ জিবি+ ১২৮ জিবি ভ্যারিয়ান্টের ফোনটির দাম পড়বে ৫৯ হাজার ৯৯৯ টাকা। ইন্টারস্টেলার ব্ল্যাক ও স্টারলাইট হোয়াইট রঙেই পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। দুরন্ত ফিচার্স থেকে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন নিঃসন্দেহে গ্রাহককে হতাশ করবে না। মোটোরোলা স্টার মার্ক নিয়েই পাশ করবে। তবে এখন প্রশ্ন এই দামে এই ফোন কেনা কি ঠিক হবে? কারণ ফ্লিপকার্ট ও অ্যামাজনের আসন্ন গ্র্যান্ড সেলে আইফোন ১৩ চলে আসবে ৬০ হাজার টাকার মধ্যে। সকল প্রকার ব্যাংক অফার ও অনান্য ডিসকাউন্টও দেবে ই-কর্মাসের দৈত্য সংস্থাগুলি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.