Lykstage: ভারতে এসে গেল লাইকষ্টেজ, কলকাতাতেই হবে প্রথম ক্রিয়েটার্স মিট
লং ফরম্যাটের ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ক্রশই জনপ্রিয় হয়ে উঠছে লাইকস্টেজ (https://www.lykstage.com)। প্রবাসী বাঙালি অদ্রীশ চক্রবর্তীর হাত ধরে ভারতীয় মার্কেটে মাত্র দুই মাস আগে পথ চলা শুরু করে লাইকষ্টেজ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর পশ্চিম শীতল হাওয়া শহরে যত ঢুকছে, ততই জমে উঠছে শহর তিলোত্তমার আড্ডা, সৌজন্যে লাইকস্টেজ (LYKSTAGE) ক্রিয়েটার্স মিট। আগামী ১০ নভেম্বর প্রথমবারের তাদের ক্রিয়েটার্স মিট আয়োজিত হবে কলকাতার একটি জনপ্রিয় রেঁস্তোয়ার। সেখানে থাকবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সব ক্রিয়েটার। যাদের মধ্যে অন্যতম, কৌশিক বণিক, সনৎ দাস, ঈপ্সিতা বিশ্বাস, সুগত মুখোপাধ্যায় সহ অন্যান্য ক্রিয়েটাররা।
লং ফরম্যাটের ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ক্রশই জনপ্রিয় হয়ে উঠছে লাইকস্টেজ (https://www.lykstage.com)। প্রবাসী বাঙালি অদ্রীশ চক্রবর্তীর হাত ধরে ভারতীয় মার্কেটে মাত্র দুই মাস আগে পথ চলা শুরু করে লাইকষ্টেজ।
ইতিমধ্যেই এই প্লাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা আড়াই হাজারের গন্ডি ছুঁয়ে ফেলেছে। ফুড, ট্রাভেল, ফ্যাশন, অটোমোবাইল, লাইফস্টাইল, এডুকেশন, স্পোর্টস সহ বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট দেখতে পারেন ইউজাররা।
আরও পড়ুন: AADHAAR Data Breach: ৮১.৫ কোটি ভারতীয়দের আধার ডেটা ফাঁস! কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?
জানা গিয়েছে লাইকস্টেজ প্লাটফর্মে কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে রয়েছে একাধিক নতুন ধরনের সুবিধা। জানা গিয়েছে এই প্লাটফর্মে কন্টেন্ট শেয়ার করার প্রথম দিন থেকেই মনিটাইজেশন চালু হয়ে যায় ক্রিয়েটরের প্রোফাইলে। এছাড়াও, শুধু ক্রিয়েটার হিসেবে নয়, ভিউয়ার হিসেবেও তাকা পাওয়া যায় এখানে। অর্থাৎ একজন ক্রিয়েটরের কন্টেন্ট যারা দেখবে এবং যারা সাবস্ক্রাইবার তারাও এই প্লাটফর্ম থেকে উপার্জন করতে পারবেন। পাশাপাশি, রেফারেল লিংক দিয়েও উপার্জন সম্ভব এই প্লাটফর্মে।
যারা রিল কন্টেন্ট বানান তাদের জন্য কোনও আশারবানী শোনায়নি লাইকস্টেজ। কারণ ৩০ সেকেন্ডের নিচে কোনও ভিডিও এখানে শেয়ার করা যায় না। তবে লং ফরম্যাটের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য রয়েছে সুখবর। তিন মিনিটের উপর কন্টেন্টে প্রথম দিন থেকেই শুরু হচ্ছে মনিটাইজেশন।
আরও পড়ুন: Largest Deposit of Hydrogen: মিলল 'সাদা' হাইড্রোজেনের বিপুল ভাণ্ডার! বাঁচিয়ে দেবে বিপন্ন পৃথিবীকে?
অন্যদিকে বিজনেস ক্রিয়েটার হিসেবে শুধুমাত্র মিডিয়ার হাউসের ক্ষেত্রেই ৩০ সেকেন্ড থেকেই শুরু হচ্ছে মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশনের পদ্ধতিটি পুরোপুরি ওয়াচ টাইমের উপর নির্ভরশীল। এই প্ল্যাটফর্মে ৩০ সেকেন্ড দেখা মানে ১টি ওয়াচ টাইম, আর এই ভিত্তিতেই অর্থ যোগ হবে ওয়ালেটে।
এছাড়াও শুধুমাত্র মনিটাইজেশন নয়, রয়েছে লাইভ টিভি, লাইভ স্ট্রিমিংয়ের পাশপাশি কন্টেন্ট সিকিউরিটি। জানা গিয়েছে এই প্ল্যাটফর্ম থেকে কোনও ভিডিও ডাউনলোড করা যায় না। আপাতত ওয়েব ভার্সানেই লাইকস্টেজ ব্যবহার করতে পারবেন ইউজারা। যদিও খুব দ্রুত এন্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই অ্যাপ্লিকেশন লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)